ঝড়ের গতিতে ইন্টারনেট, বাংলার আরও পাঁচ শহরে 5G পরিষেবা চালু করল Jio

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে Jio তালিকায় প্রথম রয়েছে। মূলত ভালো পরিষেবা এবং গ্রাহকদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করার কারণেই এই টেলিকম সংস্থা আজ এই জায়গায় পৌঁছেছে। মাত্র কয়েক বছরের মধ্যেই Jio দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

Jio যেমন দেশে প্রথম 4G পরিষেবা লঞ্চ করে, ঠিক সেই রকমই তারাই দেশে প্রথম 5G পরিষেবা লঞ্চ করেছে। দেশে প্রথম 5G পরিষেবা লঞ্চ করার পাশাপাশি তাদের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি দেশের প্রতিটি কোনায় দ্রুতগতির ইন্টারনেটের 5G পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

নিজেদের দাবি অনুযায়ী জিও প্রতিনিয়ত দেশের বিভিন্ন শহরে 5G পরিষেবা চালু করছে। ইতিমধ্যেই ৩০০-র বেশি শহরে 5G পরিষেবা চালু হয়েছে বলে জানা যাচ্ছে। দেশের বিভিন্ন শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গেও দ্রুতগতিতে চলছে 5G পরিষেবা ইনস্টলেশনের কাজ। আগেই বাংলার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর শহরে 5G পরিষেবা চালু করা হয়েছিল। আর এবার নতুন করে আরও পাঁচটি শহরে চালু করা হলো 5G পরিষেবা।

নতুন করে যে পাঁচটি শহরে জিও তাদের 5G পরিষেবা চালু করল সেই পাঁচটি শহর হল বর্ধমান, বহরমপুর, ইংলিশবাজার, হাবড়া এবং খড়গপুর। অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমবঙ্গে নয়টি শহরের বাসিন্দারা 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। বাকি শহরগুলিতে খুব তাড়াতাড়ি ফাইভ জি পরিষেবা লঞ্চ হবে বলে জানা যাচ্ছে।

সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত 5G পরিষেবার জন্য আলাদা করে কোন রিচার্জ প্ল্যানের ঘোষণা করা হয়নি। যার ফলে যে সকল গ্রাহকদের 5G ডিভাইস রয়েছে তারা 4G রিচার্জ করেই পরিষেবা বহন করতে পারবেন। এক্ষেত্রে ন্যূনতম ২৩৯ টাকা রিচার্জ থাকতে হবে।