WhatsApp-এর সাহায্যে খুব সহজেই রিচার্জ করা যাবে Jio নম্বর, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা Jio এবং বিশ্বের সবথেকে বড় ম্যাসেজিং সংস্থা WhatsApp গত বছরই নিজেদের মধ্যে গাঁটছড়া বেঁধে ছিল। যদিও এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিও নম্বর রিচার্জ করার সাথে এই দুই সংস্থার গাঁটছড়ার কোন সম্পর্ক না থাকলেও বিষয়টি বেশ সহজ এবং সরল। নতুন এই পদ্ধতিতে কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই সহজেই রিচার্জ করা যাবে নিজেদের জিও নম্বর।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিও নম্বর রিচার্জ করার পদ্ধতি

১) জিও গ্রাহকদের তাদের হোয়াটসঅ্যাপ থেকে ৭০০০৭৭০০০৭ হোয়াটসঅ্যাপ নম্বরে যেকোনো কিছু একটা লিখে পাঠাতে হবে। যেমন ‘Hi’।

২) এর পরেই ওই নম্বর থেকে নিজে থেকেই একটি রিপ্লাই আসবে। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি জিও নম্বর হয়ে থাকে তাহলে বর্তমানে আপনার কোন রিচার্জ প্ল্যান রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি যদি আপনি অন্য কোন বিকল্প যেতে চান তার জন্য দেওয়া হবে ‘Main Menu’ নামে একটি বিকল্প।

৩) ‘Main Menu’ তে ক্লিক করলেই একগুচ্ছ অপশন পাওয়া যাবে। যাদের মধ্যে দ্বিতীয় অপশন রয়েছে ‘Jio Sim Recharge’।

৪) ‘Jio Sim Recharge’ অপশনটি বেছে নিলেই নীচে ‘Send’ অপশন দেওয়া হবে। সেখানে ক্লিক করার পর পুনরায় আরও একটি অপশন চলে আসবে ‘Jio Mobile Recharge’। সেখানে ক্লিক করতে হবে।

৫) পরবর্তীতে আপনাকে বেছে নিতে হবে ‘View All Plans’। সিটি বেছে নেওয়ার সাথে সাথে আপনার সামনে বেশ কিছু রিচার্জ প্ল্যান চলে আসবে।

৬) এরপর যে প্ল্যান আপনি রিচার্জ করতে চান সেই প্ল্যানের সিরিয়াল নম্বর দিয়ে রিপ্লাই করতে হবে। তারপরেই পাওয়া যাবে ‘Recharge Now’ অপশন।

৭) সেখানে ক্লিক করলেই পেমেন্ট করার জন্য একটি অপশন পাওয়া যাবে। যেখানে আপনি জিপে, ফোনপে, অ্যামাজন পে, পেটিএম এবং অন্যান্য ই-ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে রিচার্জ করতে পারবেন। এই পদ্ধতিতে নিজের নম্বর ছাড়াও অন্যান্যদের নম্বর রিচার্জ করেও দেওয়া যাবে।