৪০০ টাকার কমিয়ে ৮৪ দিন ভ্যালিডিটি, Jio-র এই রিচার্জে সবদিক দিয়ে লাভ

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে তাদের মধ্যে Jio অন্যতম। এই টেলিকম সংস্থা কেবল দেশের অন্যতম টেলিকম সংস্থা নয়, এর পাশাপাশি এই টেলিকম সংস্থাটি দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। দেশে প্রথম 4G এবং 5G পরিষেবা প্রদান করা ছাড়াও দেশের বৃহত্তম এই টেলিকম সংস্থা সমস্ত ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে।

যে সকল গ্রাহকদের প্রচুর পরিমাণে ডেটা প্রয়োজন হয় তাদের জন্য যেমন প্ল্যান রেখেছে ঠিক সেই রকমই আবার যাদের ডেটা দরকার হয় না তাদের জন্য প্ল্যান রেখেছে। এর পাশাপাশি এই টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানগুলি অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় কম এবং বেশি সুবিধা প্রদান করে। সেরকমই এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যার খরচ ৪০০ টাকার কম অথচ ভ্যালিডিটি ৮৪ দিন।

Jio গ্রাহকরা যারা ৪০০ টাকার কম রিচার্জ প্ল্যানটি রিচার্জ করে থাকেন তারা সব দিক দিয়েই তাদের চাহিদা মত লাভ ওঠাতে সক্ষম। সংস্থার এমন আকর্ষণীয় রিচার্জ প্ল্যানটির দাম হল মাত্র ৩৯৫ টাকা। এই রিচার্জ প্ল্যানটি স্মার্টফোন গ্রাহকরা রিচার্জ করতে পারেন। খুব কম খরচে গ্রাহকরা তাদের সিমকার্ড টিকিয়ে রাখার পাশাপাশি একগুচ্ছ সুবিধা পান।

৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি পেয়ে থাকেন আনলিমিটেড কথা বলার সুযোগ। শুধু আনলিমিটেড কথা বলাই নয়, এর পাশাপাশি রয়েছে মোট ১০০০ টি এসএমএস এবং মোট ৬ জিবি ডেটা। এছাড়াও রয়েছে Jio Tv, Jio Cinema-এ অ্যাক্সেস এবং Jio Cloud এবং Jio Suraksha-এর মতো অ্যাপের মতো অন্যান্য সুবিধা।

৩৯৫ টাকার এই রিচার্জ প্ল্যান রিচার্জ করার জন্য গ্রাহকদের বাধ্যতামূলকভাবে রিচার্জ করতে হবে MyJio অ্যাপ থেকে। অ্যাপের মধ্যে Value নামে যে অপশন রয়েছে সেখানে ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানটি পাওয়া যাবে।