Jio কে টেক্কা দিতে আসরে Airtel ও Vodafone

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Jio সম্প্রতি যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কল ঘোষণা করার পর রীতিমতো চাপে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। চাপে পড়ার কারণ একটাই, Jio-র তুলনায় অন্যান্য টেলিকম সংস্থাগুলির গ্রাহকদের খরচ বেশি করতে হয়।

তবে Jio-র যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল ঘোষণার পড়ার পর Airtel অথবা VI (Vodafone-Idea)-ও চুপ করে বসে নেই। তারাও Jio-কে টেক্কা দিতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে। রিচার্জের ক্ষেত্রে যাতে গ্রাহকদের Jio-র সমতুল্য অফার দেওয়া যায় সেই পথেই হাঁটছে তারা। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Jio তাদের গ্রাহকদের ১৯৯ টাকার রিচার্জে ২৮ দিনের জন্য যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি করে SMS দিয়ে থাকে। আর বর্তমানে Airtel এবং Vodafone-ও নির্দিষ্ট সংখ্যক কিছু গ্রাহকদের ১৯৯ টাকার রিচার্জে ওই একই অফার দেওয়া হচ্ছে। তবে বর্তমানে তা নির্দিষ্ট কিছু সার্কেল এবং ১২১ অফারের উপর নির্ভরশীল।

তবে Airtel এবং VI জানাচ্ছে, গ্রাহকরা যদি ৩৯৯ টাকা রিচার্জ করে থাকেন তাহলে Jio-র তুলনায় এক পয়সাও খরচ করতে হবে না। মোট কথা ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে Jio, Airtel এবং VI ৩ সংস্থারই সমান সুবিধা।

৩৯৯ টাকা : ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে Jio, Airtel এবং VI এই ৩ সংস্থা দিয়ে থাকে ৫৬ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে তিন সংস্থাই যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা দেয় এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও ১০০ টি করে SMS দেওয়া হয়ে থাকে।