হাতছাড়া জেলা সভাপতির পদ, টুইটে ফের জল্পনা বাড়ালেন জিতেন্দ্র তিওয়ারি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পুরপ্রশাসকের পদ ছেড়ে ছিলেন। ধরেই নেওয়া হয়েছিল এবার গেরুয়া শিবিরে। তবে তার গেরুয়া শিবিরে যাওয়ার কানাঘুষা শুরু হতেই বাঁধা দাঁড়ান বাবুল সুপ্রিয়। পরবর্তীতে তিনি তৃণমূলের সাথে বোঝাপড়া করে ঘোষণা করেন তৃণমূলেই থাকছেন।

Advertisements

Advertisements

তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে ক্ষতি যতটা হওয়ার তা হয়ে গেছে। পুর প্রশাসকের পদ ছাড়াও হাতছাড়া হয়েছে জেলা সভাপতির পদ। জেলা সভাপতির পদ হারানোর পর নতুন করে খোঁচা দিতেও ছাড়েননি বাবুল সুপ্রিয়। আর এর পরেই ফের জল্পনা বাড়ালেন জিতেন্দ্র তিওয়ারি। নতুন করে জল্পনার সৃষ্টি হলো তার টুইটে করা একটি পোস্ট ঘিরে।

Advertisements

সোমবার তিনি লিখেছেন, ‘পরিস্থিতি যখন কঠিন হয়ে দাঁড়ায়, দৃঢ়চিত্ত মানুষই তার মোকাবিলা করতে পারে।’ এই টুইট বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। পাশাপাশি তৃণমূলের একের পর এক পদক্ষেপ জিতেন্দ্র তিওয়ারির দলে অবস্থান বেশ নড়বড়ে তাও মনে করছেন তারা। আর এসব ঘিরেই ফের বেশ কিছু প্রশ্ন উঠে আসছে সামনে।

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, দলের সাথে মান অভিমানের পালা চলছে পাণ্ডবেশ্বরের এই বিধায়কের। আবার অনেকেই মনে করছেন তাহলে কি এবার বিদায় দেবেন তৃণমূলকে? কোথায় যাবেন তিনি? তৃণমূল কি আর তাকে বিশ্বাস করতে পারছে না? যদিও এমন একাধিক প্রশ্ন উঠলেও জিতেন্দ্র তিওয়ারি নিজের অভিব্যক্তি সবিস্তারে ব্যাখ্যা করেন নি।

Advertisements