৯০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, হাতছাড়া হলে পস্তাবেন, রইল আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : চাকরি পেয়ে নিজে রোজগার করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন কোন যুবক-যুবতীর থাকে না। তবে কর্মসংস্থানের অভাবে সেই সকল স্বপ্নপূরণ হয় না বহু যুবক যুবতীর। এমন পরিস্থিতিতে ৯০ হাজার টাকা বেতনে ব্যাঙ্কে চাকরির (Job News) সুযোগ রয়েছে। সরকারি ব্যাঙ্কে তরফ থেকে শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের চিফ ম্যানেজার গ্রেড ৪ এবং সিনিয়র ম্যানেজার গ্রেড ৩ পদে নিয়োগের জন্য এমন বিজ্ঞপ্তি জারি করেছে। ব্যাংকের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, ২৫০ টি শূন্যপদ রয়েছে। এই ২৫০ টি শূন্য পদের মধ্যে ৫০ টি হল ম্যানেজার গ্রেড ৪ এবং বাকি ২০০ টি ম্যানেজার গ্রেড ৩।

এই সকল শূন্য পদে নিযুক্ত হওয়ার জন্য যে সকল চাকরি প্রার্থীরা আগ্রহী তাদের https://www.centralbankofindia.co.in ওয়েবসাইটে লগইন করতে হবে এবং সেখানে অনলাইনে আবেদন জমা দিতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে চলতি বছর ২৭ জানুয়ারি থেকে এবং এই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ১১ ফেব্রুয়ারি। পরীক্ষার সম্ভাব্য দিন হিসেবে মার্চ মাসের কথা বলা হয়েছে।

চিফ ম্যানেজার গ্রেড ৪ শূন্য পদের জন্য যারা আবেদন করবেন তাদের বয়স ৩১ ডিসেম্বর ২০২২ সালের হিসাব অনুযায়ী ৪০ বছরের মধ্যে হতে হবে। ম্যানেজার গ্রেড ৩ পদের জন্য যারা আবেদন করবেন তাদের বয়স ওই একই হিসাব অনুযায়ী ৩৫ বছরের মধ্যে হতে হবে।

চিফ ম্যানেজার গ্রেড ৪ পদের জন্য পিএসবি কিংবা প্রাইভেট ব্যাঙ্কে অফিসার হিসাবে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা, যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এনবিএফসি-তে ব্রাঞ্জ ম্যানেজার/ ক্রেডিট/ ফরেন এক্সচেঞ্জে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিনিয়র ম্যানেজার গ্রেড ৩ পদের জন্যও একই যোগ্যতা লাগবে। তবে পিএসবি কিংবা প্রাইভেট ব্যাঙ্কে অফিসার হিসাবে প্রার্থীর অভিজ্ঞতা ন্যূনতম ৫ বছর হলেই চলবে।

চিফ ম্যানেজার গ্রেড ৪ হিসাবে যারা নিযুক্ত হবেন তাদের বেতন হবে ৭৬০০০-৮৯৮৯০ টাকা এবং
সিনিয়র ম্যানেজর গ্রেড ৩ হিসাবে যারা নিযুক্ত হবেন তাদের বেতন হবে ৬৩৮৪০-৭৯২৩০ টাকা।