নূন্যতম মাধ্যমিক পাশ হলেই সরাকরি চাকরি, সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরি (Job News) পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ কেউ হাতছাড়া করেন না। যে কারণে সরকারি চাকরি পাওয়ার জন্য প্রতিনিয়ত প্রস্তুতি নিতে দেখা যায় বেকার যুবক-যুবতীদের। এবারের সেই সকল বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে উচ্চমাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে শূন্য পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভিন্ন শূন্য পদে মোট ১৫৩ জনকে নিযুক্ত করা হবে। যে সকল চাকরি প্রার্থীরা এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহী তাদের ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। যে সকল শূন্য পদে নিয়োগ করা হবে সেগুলি হল লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র টেকনিশিয়ান, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, মাল্টি টাস্কিং স্টাফ এবং সায়েন্টিস্ট বি।

সায়েন্টিস্ট বি : এই শূন্য পদে যারা নিযুক্ত হতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কেমিস্ট্রি/এনভায়রনমেন্ট সায়েন্সে মাস্টার্স। বেতন হতে পারে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা। ১৮-৩৫ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন করা যেতে পারে।

সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট : এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে সায়েন্স শাখার মাস্টার্স। বেতন হতে পারে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা। ১৮-৩০ বছর বয়সীরা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন।

জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট : বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত বয়সীরা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন হতে পারে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা।

সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট : বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস এবং ১৮ থেকে ২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বেতন হতে পারে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক : ১৮ থেকে ২৭ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন হতে পারে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা।

আপার ডিভিশন ক্লার্ক : যেকোন বিভাগে স্নাতক হলেই আপার ডিভিশন ক্লার্ক শূন্য পদের জন্য আবেদন করা যাবে। বয়স সীমা ১৮ থেকে ২৭ বছর। বেতন হতে পারে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ৮০০ টাকা।

ফিল্ড অ্যাটেন্ডেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ : দুই প্রকার শূন্য পদের জন্য মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সীমা হতে হবে ১৮ থেকে ২৭ বছর। বেতন হতে পারে ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা।

এই সকল শূন্য পদে আবেদনের জন্য https://www.cpcb.nic.in/ ওয়েবসাইটে আবেদন করতে হবে। সাধারণ চাকরি প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে।