‘জয়প্রকাশ ৫ নম্বর কয়েদির লোক’, অনুব্রত ; ‘ভীতু মস্তান’, পাল্টা জয়প্রকাশ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অনুব্রত গড়ে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করতে এসে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সরাসরি অনুব্রত মণ্ডলের কটাক্ষের শিকার হন। অনুব্রত মণ্ডল তাকে কটাক্ষ করে বলেন, ‘জয়প্রকাশ ৫ নম্বর কয়েদির লোক’। এরপর অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ সুরে জানান, ‘সিকিউরিটি বাইরে এসে কথা বলুন। সিকিউরিটি নিয়ে বড় বড় কথা বলে লাভ নেই। ভীতু মস্তান।’

Advertisements

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বুধবার রামপুরহাটে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রথম সরব হয়ে বলেন, ‘২০১১ সালে তৃণমূল সরকার মা মাটি স্লোগান দিয়ে এসেছিল। আর এখন কাটমানি, তোলাবাজি করছে।’ পরে আবার মল্লারপুরে পৌঁছে তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরব হয়ে অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

Advertisements

অনুব্রত মণ্ডল বুধবার দুপুরে পুরন্দরপুরে জয়প্রকাশ মজুমদারকে কটাক্ষ করে বলেন, “জয়প্রকাশ কি বললো, না বললো বয়ে গেল। ৫ নম্বর কয়েদির লোক। ওদের এখন লোক হচ্ছে না। কালকে নাড্ডা ফল্ট হয়ে গেছে। আজকের রথ ফল্ট হয়ে গেছে। লজ্জা লাগেনা জয়প্রকাশের। নদীয়ার ঘটনাটা মনে নাই? সেটা ভুলে গেছে? বোধহয় লাগে নাই না? লাগলে ভুলতো না। মনে হয় কম লেগেছে। লজ্জা লাগা দরকার। মানুষের কাছে মুখ দেখাচ্ছে।”

Advertisements


[aaroporuntag]

এর পাল্টা হিসাবে আবার মল্লারপুরে অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ ছুঁড়ে জয়প্রকাশ মজুমদার বলেন, “খেলা হবে। রক্তের খেলা হবে। পাচন হবে। এইসব সিকিউরিটির পেছন থেকে কেন বলছেন। সামনে এসে বলুন। জনতার মাঝে এসে এই কথাগুলো বলুন। তাহলে বুঝতে পারবেন জনতা কি প্রত্যুত্তর দেয়। অনুব্রত মণ্ডল ভীতু মস্তান। এরা হলেন গণতন্ত্রের কলঙ্ক। রাজনীতির কলঙ্ক। বিজেপি এলে এরা আজীবনকালের জন্য রাজনীতি থেকে নির্বাসিত হবেন।”

Advertisements