নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তারাপীঠে তারা মায়ের আরাধনা করেছিলেন। আর এবার একুশের বিধানসভা নির্বাচনের আগেও তারা মায়ের আরাধনায় বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারা মায়ের পুজো দেওয়ার পাশাপাশি তিনি এদিন সূচনা করলেন বিজেপির পরিবর্তন যাত্রার। লক্ষ্য একটাই, বঙ্গ জয়।
কোন পদ্ধতি, কী কী থাকছে নাড্ডার এই তারা আরাধনায়? এই প্রসঙ্গে তারাপীঠের সেবাইত এবং জেপি নাড্ডার পুরোহিত পুলক চ্যাটার্জি জানিয়েছেন, “২০১৯ সালে অমিত শাহ পদ্ধতিতে তারা মায়ের পূজা দিয়েছিলেন সেই পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে জেপি নাড্ডার ক্ষেত্রে। থাকছে ৫ মালা। যা তিনি তারা মাকে উৎসর্গ করবেন।”
তবে অমিত শাহের পুজোর সময় এই পাঁচ মালার মধ্যে ছিল অন্যতম পদ্ম ফুলের মালা। কিন্তু এবার পদ্ম ছাড়াই নাড্ডাকে পুজো দিতে হচ্ছে তারা মায়ের। পদ্মমালা না থাকার কারণ হিসেবে পুলক চ্যাটার্জি জানিয়েছেন, “এখন যেহেতু শীতকাল তাই পদ্মমালা পাওয়া যাচ্ছে না। তাই পদ্মমালা বাদ দিয়ে জেপি নাড্ডা তারা মাকে চাকটি মালা পড়াবেন।”
এছাড়াও জেপি নাড্ডার এই তারা আরাধনায় ছিল বেনারসি শাড়ি, অগুরু, গোলাপজল, প্যারা মন্ডা থাকছে পুজোয়। আর পুজো দেওয়ার পর প্রসাদ গ্রহণ করেন তিনি।