‘এপাং ওপাং ঝপাং’, অখাদ্য বই, রাখবেন না, মুখ্যমন্ত্রীর লেখা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন রাজ্যে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। নিয়োগ দুর্নীতি থেকে বিভিন্ন ক্ষেত্রে তিনি যেভাবে রায় দিয়েছেন তাতে তিনি অনেকের কাছেই ভগবান হয়ে উঠেছেন। এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বই নিয়ে মন্তব্য করলেন।

বুধবার খিদিরপুরের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতার বইয়ের মান নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বইয়ের মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিভিন্ন গ্রন্থাগারে এমন সব বই সরবরাহ করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় তাকে। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, কোন মনুষ্য সন্তান সেই বই পড়ে না।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “আমাকে মার্জনা করবেন। কিন্তু, বিভিন্ন গ্রন্থাগারে এমন অখাদ্য বই সরবরাহ করা হচ্ছে, কোনও মনুষ্য সন্তান সেই বই পড়ে না। সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেই বই সরবরাহ করা হয়, সেই বই কিনতে বাধ্য করা করা হয়।” পাশাপাশি তিনি সংযোজন করে জানান, “‘এপাং ওপাং ঝপাং’ বা ‘আমরা সবাই ড্যাং ড্যাং’ হয় তবে সেই বই কি কেউ পড়বে?” কিছুক্ষণ থেমে বিচারপতি বলেন ‘পড়বে না’।

এই ধরনের বই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরামর্শ দিয়ে জানান, “এইসব বই যাঁরা লেখেন অথবা যাঁরা গ্রন্থাগারে গিয়ে রেখে আসেন, তাদেরকে আমাদের বলার সময় এসেছে যে এইসব বই গ্রন্থাগারে রাখবে না। গ্রন্থাগারে এমন বই রাখবেন যেগুলোর জন্য মানুষ আকৃষ্ট হয়। এমন অখাদ্য পুস্তক রাখলে উইঁপোকা ছাড়া আর কারও সুবিধা হবে না।”

এর পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “এই ধরনের বই শিশু কেন কারও পড়ার যোগ্য নয়। সরকার রয়েছে, চিন্তাভাবনা করার লোক রয়েছে। তারা নিশ্চয়ই এই বইগুলি নিয়ে ভাববেন।”