‘মরে যায় নি ভুবন বাদ্যকর’, আসছে নতুন গান, শুনলে অবাক হতে হবে

লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভাইরাল বাদাম বিক্রেতা হলেন ভুবন বাদ্যকর। তিনি গ্রামে গ্রামে বাদাম বিক্রি করার সময় কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন। শুধু ভাইরাল নয়, রীতিমতো সেলিব্রেটি হয়ে উঠেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার দৌলতে যে সকল ব্যক্তিরা ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে উঠেছেন তাদের মধ্যে বহু জনকেই দেখা গিয়েছে হারিয়ে যেতে। তবে তা ভুবন বাদ্যকরের ক্ষেত্রে ব্যতিক্রম। কারণ তিনি যেদিন থেকে ভাইরাল হয়েছেন সেদিন থেকেই সমানভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের আধিপত্য বজায় রেখেছেন। সম্প্রতি দিন কয়েক ধরে তাকে গান গাইতে অথবা নতুন গান নিয়ে হাজির হতে দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছিলেন তিনি হয়তো হারিয়ে গিয়েছেন।

কিন্তু তা নয়, আসলে তিনি যাত্রায় অভিনয় করার জন্য ব্যস্ত ছিলেন এবং সেই ব্যস্ততার কারণে নতুন গান লিখতে অথবা গাইতে পারেননি। এবার সেই ব্যস্ততা কমতেই তাকে দেখা গেল নতুন গান নিয়ে হাজির হতে। তিনি নতুন একটি গান গেয়েছেন সেই গানটি হল, ‘হয়েছে বাড়ি, হয়েছে গাড়ি, চারিদিকে কত সুন্দরী নারী, হয়েছে আমার নাম। এখন আর আমি দাদা বেচি না বাদাম।’

ভুবন বাদ্যকরের নতুন এই গানটির শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। গানটি খুব তাড়াতাড়ি রিলিজ হবে বলেও জানিয়েছেন ভুবন বাদ্যকর। এই গানটি মূলত তার জীবনের সঙ্গে অঙ্গাভঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। ঠিক যেভাবে সেলিব্রেটি হয়ে ওঠার পর ভুবন বাদ্যকরের জীবনে মোড় নিয়েছিল সেই বিষয়টিকেই গানে তুলে ধরা হয়েছে।

যদিও যে কাঁচা বাদাম বিক্রি করার জন্য ভুবন বাদ্যকর ভাইরাল হয়েছিলেন সেই কাঁচা বাদাম আর তিনি বিক্রি করেন না, গানের কথায় তা উল্লেখ থাকলেও ভুবন বাদ্যকর জানিয়েছেন, তিনি সময় পান না বলেই আর কাঁচা বাদাম বিক্রি করতে পারেন না।