‘ঠকে গেলাম, ‘বাদাম’ উচ্চারণ করতে পারছি না’, কেন এমন জানালেন ভুবন বাদ্যকর

নিজস্ব প্রতিবেদন : ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’। এই গানটি গেয়েই বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। নিজের ব্যবসার জন্য বানানো গান এতটাই জনপ্রিয়তা লাভ করে যে তাকে এই গানটি দেয় দোতলা বাড়ি, গাড়ি থেকে বিলাসবহুল জীবনযাপন।

তবে ইদানিংকালে হঠাৎ বাদাম কাকু কোথায় যেন হারিয়ে গিয়েছেন। তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কেন এমন পরিস্থিতি হলো তার? বেশ কয়েকদিন ধরে বাদাম কাকু অনুরাগীদের মধ্যে এই প্রশ্ন ঘোরাফেরা করলেও উত্তর মেলেনি। অবশেষে গত দুদিন আগে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সময় ভুবন বাদ্যকর বিষয়টি পরিষ্কার করে জানান।

ভুবন বাদ্যকর কলকাতার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন আর সেখানেই ওই সংবাদ মাধ্যমকে যাওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাকে ঠকিয়ে বীরভূমের কোন এক ব্যক্তি তার ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে। এর জেরে কোথাও তিনি বাদাম শব্দটি উচ্চারণ করতেই পারছেন না।

সাক্ষাৎকারে ভুবন বাদ্যকর জানিয়েছেন, ‘গান গাওয়ার সময় যেখানেই বাদাম উচ্চারণ করছি সেখানেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ করে দিচ্ছে।’ ভুবন বাদ্যকরের কথা অনুযায়ী, গানের মধ্যে কোথাও বাদাম শব্দের উচ্চারণ হলেই সেই গানে কপিরাইট দিয়ে গানটি সরিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাকে তিনি চক্রান্ত বলে দাবি করেছেন।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, “আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরাজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।”