কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের মূর্তি এবার কলকাতায়

নিজস্ব প্রতিবেদন : একঘেয়েমি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতই রব উঠুক না কেন, বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখনো যে নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের এই ভুবন বাদ্যকরের ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’, গান এখনো সমানভাবে জনপ্রিয়তা বজায় রেখেছে।

সাধারণ মানুষ হোক অথবা সেলিব্রেটি, ভুবন বাদ্যকরের এই কাঁচা বাদাম গানে প্রত্যেককেই কোমর দোলাতে দেখা গিয়েছে। রাজ্য দেশ ছাড়াও ভিনদেশে এই গানের জনপ্রিয়তা তুঙ্গে। বাংলাদেশ, আমেরিকা, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপ হেন কোন দেশ নেই যে সকল দেশে এই গান পৌঁছে যায় নি। সুতরাং গানের জনপ্রিয়তা নিয়ে কোন প্রশ্নই ওঠে না।

এই গানের যেমন জনপ্রিয়তা রয়েছে ঠিক তেমনি জনপ্রিয়তা রয়েছে গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের। বাস্তব জগতেও যে তিনি জনপ্রিয়তার শিখরে রয়েছেন তার প্রমাণ দিল খোদ কলকাতা। এবার কলকাতায় তৈরি হলো বাদাম কাকুর মূর্তি। এই মূর্তি তৈরি হয়েছে কুমোরটুলিতে। বাদাম কাকুর মূর্তি দেখার পর বিস্মিত সকলেই।

বাদাম কাকু ভুবন বাদ্যকরের এই মূর্তি তৈরি করা হয়েছে কুমোরটুলির শিল্পী পরিমল পালের নিখুঁত শিল্প দক্ষতায়। তিনি এই মূর্তি তৈরি করতে সময় নিয়েছেন মাত্র পাঁচ দিন। তবে প্রশ্ন উঠছে কেন হঠাৎ করে বাদাম কাকু ভুবন বাদ্যকরের মূর্তি তৈরি করলেন এই মৃৎশিল্পী?

এই প্রসঙ্গে পরিমল পাল জানিয়েছেন, “বিশ্বজুড়ে রয়েছে এখন বাদাম কাকুর জনপ্রিয়তা। বাঙালিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন এই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। যে কারণেই তার মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি।” শিল্পী পরিমল পালের হাত দিয়ে তৈরি বাদাম কাকুর মূর্তি রাখা রয়েছে কুমোরটুলির ঢাকেরশরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের কাছে। দোল পূর্ণিমায় গোপাল পুজোয় এই মূর্তি দেখা যাবে।