হিড়িকে পা মিলিয়ে বাজারে এলো কাঁচা বাদাম জুতো, চলছে দেদার বিক্রি

শর্মিষ্ঠা চ্যাটার্জী : গত বছরের শেষের দিক থেকে এই বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়া কাঁপলো একটাই গানে, বাদাম কাকুর সেই বিখ্যাত, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম।’ গানের জনপ্রিয়তা যে দেশ ছাড়িয়ে কতদূর পৌঁছে গিয়েছিল তা আর বলার অপেক্ষা রাখেনা। এতদিন তো চললো অনেক বাদাম গান আর বাদাম কাকু এবার বাজারে নতুন সংযোজন বাদাম জুতো।

কলকাতার আরামবাগের এক জুতো ব্যবসায়ী এবার বাজারে নতুন নিয়ে এলেন বাদাম জুতো। শুনেই কেমন কৌতহল জাগছে তাই তো? ভুবন বাদ্যকরের বাদাম গানের সাথে ভিডিও, রিল সাথে কন্টেন্ট বানিয়ে অর্থ উপার্জন তো অনেকেই করে ফেললেন। কিন্তু এবার বাজার কাঁপাবে বাদাম জুতো।

কলকাতা সিআইটি রোডের কাছে পদ্মপুকুরে এক জুতো প্রস্তুতকারক ওই জুতো তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। জুতোর বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক, জুতোর ওপরে কাঁচা বাদাম লেখা আর পেছনে রয়েছে বাদামের আকৃতির কিছু জিনিস। কাঁচা বাদামের এই জুতো কিন্তু বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরামবাগের একজন ব্যক্তি প্রথম এই জুতোর ছবি ভাইরাল করেছিলেন তারপরেই বাদাম গানের মতোই দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে সেই জুতোর ছবি। কলকাতার সিআইটি রোডের পদ্মপুকুরে তৈরি হচ্ছে এই বাদাম জুতো।

প্রসঙ্গক্রমে বলা যায়, বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকর বাদাম গান গেয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছেন। এখনও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। দূরদূরান্ত থেকে বহু মানুষ দেখা করা থেকে শুরু করে সাহায্যের হাত ও অনেকেই বাড়িয়ে দিয়েছেন তাঁকে।