কাঁচা বাদাম গেয়ে, তালে তালে মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন একরত্তি

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরকে এখন চেনেন না এমন কেউ নেই। তিনি মূলত পরিচিতি লাভ করেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। বাদাম বিক্রি করার সময় তিনি যে কাঁচা বাদাম গান গাইতেন, সেই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তিনি খ্যাতি লাভ করেন।

ভুবন বাদ্যকর দীর্ঘদিন ধরেই এই ভাবেই গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করেন। কিন্তু কয়েক মাস আগে এই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় এবং ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর থেকেই তার বাড়িতে দেশ-বিদেশের বিভিন্ন মানুষ এসে ভিড় বাড়তে শুরু করেন। এরই মাঝে তার এই গান নজর কাড়ে দক্ষিণ আফ্রিকার এক বিখ্যাত পরিচালক ডেভিড স্কটের। মোটের ওপর এখন ভুবন বাদ্যকর ভুবন জুড়ে খ্যাতি লাভ করেছেন।

ভুবন জুড়ে খ্যাতি লাভ করার আগে বা পরে আমরা আশা করি প্রত্যেক এই ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি শুনে ফেলেছি। কিন্তু এই গান কোনো একরত্তির মুখে শুনেছেন কি? তাও আবার নিখুঁতভাবে তালে তাল মিলিয়ে ওই একরত্তি যেভাবে গানটি গেয়েছেন, তা রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ঠিকঠাক হাঁটতে-চলতে শেখেনি এমন একটি খুদে শিশু চেয়ারের উপর বসে রয়েছে। হাঁটতে চলতে শেখার পাশাপাশি সে এখনো ঠিকঠাক কথাও বলতে শেখে নি। তবে কাঁচা বাদাম গান পাশে বাজতেই সে যেভাবে গান গেয়েছে এবং তাল মিলিয়েছে তা দেখে রীতিমত ভিমড়ি খাচ্ছেন দর্শকরা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, চেয়ারের উপর বসেই ওই খুদের পাশে হালকা করে কাঁচা বাদাম গানের মিউজিক বেজে উঠতেই সে চিৎকার করে বলে ওঠে ‘কাঁচাআআআ বাদাম’। এরপরেই গানের লাইনে তার মুখ থেকে স্পষ্ট উচ্চারণ শোনা যায় ‘দিয়ে যাবেন। তাতে সমান সমান বাদাম পাবেন।’ এখানেই শেষ নয়, এর পাশাপাশি ওই খুদে ফিনিশিংটা যেভাবে দিয়েছেন তা দেখে রীতিমতো হেসে খুন দর্শকরা। মিউজিকের তালে হঠাৎ তাকে চিৎকার করে উঠতে দেখা যায় অরিজিনাল গানের মতই ‘উইও’।