এক ওভারে ৬ ছয়, তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির পোলার্ডের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের তৃতীয় এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম কোন ক্রিকেট তারকা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর অনন্য নজির গড়লেন কাইরন পোলার্ড। এর আগে এই অনন্য নজির রয়েছে হার্সেল গিবস এবং যুবরাজ সিংয়ের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে এমন অনন্য নজির গড়লেন পোলার্ড।

এর আগে দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস ২০০৭ সালের ১৬ মার্চ আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে নেদারল্যান্ডের বিরুদ্ধে ছয় বলে ৬টি ছক্কা হাঁকিয়ে ছিলেন। ওই ইনিংসে তিনি ব্যক্তিগত রান করেছিলেন ৭২। আর এই খেলায় দক্ষিণ আফ্রিকা মাত্র ৪০ ওভারে তাদের জয়ের জন্য লক্ষ্যমাত্রা রাখা রান ৩৫৩ পার করে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড করেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়ে ছিলেন। আর এই ম্যাচেই যুবরাজ সিং মাত্র ১২ বলে তার অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন। এই ম্যাচে ভারত ১৮ রানে জয়লাভ করেছিল।

https://twitter.com/PitchedInLine/status/1367366695548051457?s=19

[aaroporuntag]
হার্সেল গিবস এবং যুবরাজ সিংয়ের মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কায়রন পোলার্ড ৬ নম্বর ওভারে আকিলা ধনঞ্জয়ের ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন। আর এই অনন্য নজির গড়ার সাথে সাথে তার ব্যক্তিগত রান দাঁড়ায় ১১ বলে ৩৮ এবং দলীয় ভাবে জয়ের জন্য ১৩১ রান চলে আসে মাত্র ১৩.১ ওভারে।