প্ৰশাসন নিরপেক্ষ না হলে, বিনয় বাদল দীনেশের পথ বেছে নেবে বিজেপি কর্মীরা, কালোসোনা মণ্ডল

হিমাদ্রি মণ্ডল : সেপ্টেম্বরের ৬ তারিখ রাত্রিবেলা বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন নানুরের রামকৃষ্ণপুর গ্রামের বিজেপি নেতা স্বরূপ গঁড়াই। গুলি করার পাশাপাশি ব্যাপক বোমাবাজিও করা হয় গ্রামজুড়ে। ঘটনায় বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলার বিভিন্নপ্রান্তে পথ অবরোধের কর্মসূচি নেয় বীরভূম জেলা বিজেপি। সে মত এদিন বীরভূমের সিউড়িতে চৈতালি মোড়ের কাছে শ’খানেক কর্মী-সমর্থককে নিয়ে অবরোধের নামে সিউড়ি টাউন বিজেপি। প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখে চৈতালি মোড়।

বিজেপির পথ অবরোধ

এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল। ওই অবরোধ কর্মসূচি থেকে কর্মীদের উদ্দেশ্যে কালোসোনা মণ্ডল জেলা প্রশাসনের বিরুদ্ধে হুংকার ছুঁড়ে দেন।

তিনি বলেন, “এই ভারতের স্বাধীনতা এসেছে সশস্ত্র অগ্নিযুদ্ধের ধারায়। অনেকে বলেন নিরস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা এসেছে। কিন্তু তা নয়। ভারতের স্বাধীনতার জন্য বিনয় বাদল দীনেশের মত স্বাধীনতা সংগ্রামীরা যে পথ বেছে নিয়েছিলেন বীরভূম জেলা প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তাহলে বিজেপি কর্মীরা সেই পথ বেছে নেবে। বিজেপি নেতা কর্মীদের উত্তেজিত করবেন না। ধৈর্যের একটা সীমা আছে। আর তা যদি না হয় তাহলে বীরভূমের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গ দাউ দাউ করে জ্বলবে। আর সেই আগুনে পুড়ে মরবে তৃণমূল নেতাকর্মীরা, পাশাপাশি ছাড় পাবে না তৃণমূলের পা চাঁটা পুলিশরাও।”