অসহায় ভুবন, দিন কাটছে কষ্টে, মনের দুঃখে গাইলেন ‘এমন মানুষ পেলাম না রে..’

লাল্টু : ভাইরাল হয়ে রাতারাতি যারা সেলিব্রেটি হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূমের দুবরাজপুর ব্লকের কুড়ালজুরী গ্রামের এই ভাইরাল শিল্পীর অবস্থা অবশ্য এখন ভালো নয়। পরিস্থিতি এমন জায়গায় এসে গেছে যে তাকে নিজের পরিশ্রমের লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি রাজপ্রাসাদ সমান বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে।

ভুবন বাদ্যকর এই মুহূর্তে দুবরাজপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছেন, যার জন্য তাকে প্রতিমাসে ২৭০০ টাকা করে দিতে হচ্ছে। আবার ভুবন বাদ্যকরের কপাল এখন আরও এক জায়গায় ঠোকর খাচ্ছে। তা হল তার কাঁচা বাদাম (Kacha Badam) গান। যে গানের দৌলতে তিনি ভাইরাল তারকা হয়ে উঠেছেন সেই গানেরই কপিরাইট এখন অন্য এক ব্যক্তির হাতে। ফলে এই গানটিও তিনি গাইতে পারছেন না বিভিন্ন সামাজিক মাধ্যমে।

রুজি রোজগার হারিয়েছেন, ছেলের টাকায় তার সংসার চলছে এবং এইভাবে কতদিন তার চলবে তা নিয়ে তিনি ধন্দে রয়েছেন। পাশাপাশি যা টাকা পয়সা ছিল তাও তিনি খরচ করে দিয়েছেন বাড়ি তৈরি করাতে। ফলে হাতে সেই ভাবে সঞ্চয়ও নেয়। এমন পরিস্থিতিতে খুবই দুঃখের মধ্যে রয়েছেন ভাইরাল শিল্পী আর সেই দুঃখেই গেয়ে ফেললেন, ‘এমন মানুষ পেলাম না রে..’।

দুবরাজপুরে যে বাড়িতে ভুবন বাদ্যকর ভাড়া রয়েছেন সেই বাড়িতে আমরা পৌঁছাতেই দেখতে পাই সত্যিই তিনি খুব অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে তার কাঁচা বাদাম গানের কপিরাইট অন্যজনের হাতে চলে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তিনি। তবে হতাশ হয়ে পড়লেও তার মধ্যে রয়েছে অদম্য ইচ্ছা এবং তিনি গানের জগত থেকে কোনভাবেই সরে আসবেন না বলে দাবি করেছেন।

ভুবন বাদ্যকর এমন একজন ভাইরাল শিল্পী যিনি বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন কেবলমাত্র তার কাঁচা বাদাম গানের দৌলতে। বর্তমানে তার পরিস্থিতি খারাপ এবং তা নিয়ে লোকে কটাক্ষ করলেও তিনি কিন্তু কোনভাবেই হাল ছেড়ে দিতে রাজি নন। আদালতে তার গানের কপিরাইট নিয়ে তিনি যেমন লড়াই চালাচ্ছেন সেই রকম গানের জগতেও তিনি লড়াই চালাবেন বলে জানিয়েছেন।