‘টাকা দিয়ে সিনেমা সফল হয়’, পাঠান সফল হতেই খোঁচা কঙ্গনার

বিতর্কের অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘পাঠান’। শাহরুখ-দীপিকা (Shahrukh-Deepika) অভিনীত ‘পাঠান’ ছবি রিলিজ হল গত ২৫শে জানুয়ারি বুধবার। এদিন সকাল ৬টার শো-এ উপচে পড়া ভিড় দেখা গেল প্রত্যেকটি সিনেমা হলে। তবে তার মাঝেই এই ছবি নিয়ে খোঁচা দিলেন কঙ্গনা রানাওয়াত। কি বললেন তিনি?

বহু প্রতীক্ষা, বিতর্কের পর শাহরুক-দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবি বক্স অফিসে মুক্তি পেল ২৫ শে জানুয়ারি বুধবার। এদিন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নাম না করে ‘পাঠান’ ছবির উদ্দেশ্যে টুইট করে লিখেছেন, “ফিল্ম ইন্ডাস্ট্রি অত্যন্ত নোংরা ও অপরিশোধিত। কোনও প্রোজেক্টকে সফল করার জন্য টাকাই হয় একমাত্র হাতিয়ার। এই ধরণের জিনিস ফিল্ম ইন্ডাস্ট্রির নিম্ন রুচিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।”

তবে এখানেই তিনি থেমে থাকেননি। তিনি আরো বলেছেন, “শিল্পীরা যদি দেশের শিল্প সংস্কৃতিকে দৃষিত করে তাহলে তা বিচক্ষণতার সঙ্গে করতে হয়, নির্লজ্জভাবে নয়।” তাই অভিনেত্রী কঙ্গনা ছবির বিষয়ে বলেছেন, “অর্থের বিনিময়ে নয়, একটি সংগঠন হিসাবে সিনেমাকে সেলিব্রেট করা উচিত।”

ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত। বেশ কয়েকদিন অভিনেত্রী কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছিল। এই অভিনেত্রী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যগগনে উঠে আসেন। তবে সম্প্রতি ২৪ তারিখে তাঁর অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরই ২৫ তারিখে অর্থাৎ বুধবার সকালে শাহরুখের নাম না নিয়ে, কোনো ছবির নাম উল্লেখ না করে বলিউডের হিন্দি ছবি নিয়ে খোঁচা মারলেন কঙ্গনা রানাওয়াত। যা স্পষ্টই বোঝা গিয়েছে।

অন্যদিকে, ‘পাঠান’ ছবির কথা বলতে গেলে জানা যায়, বুধবার থেকেই চারিদিকে চলছে ‘পাঠান’ ঝড়। ফার্স্ট ডে ফাস্ট শো-তে সিনেমা হলে এত পরিমানে ভিড় হয়েছে যার ফলে এই ছবির ৩০০টি শো বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি এও জানা গিয়েছে যে, এই ছবিটি আন্তর্জাতিক স্তরে এবং অর্ন্তদেশীয় স্তরে মিলিয়ে মোট ৮ হাজার পর্দায় দেখা যাচ্ছে।

এছাড়াও, এই ছবিতে শাহরুখ-দীপিকার পাশাপাশি দর্শকরা দেখতে পাচ্ছে আরো দুই জনপ্রিয় অভিনেতাকে। তাঁরা হলেন সলমন খান এবং জন আব্রাহাম। একই স্ক্রিনে চার সুপারস্টারকে দেখে আনন্দে আত্মহারা হয়েছে সকল দর্শক। হিন্দি ছবিতে ইতিহাস গড়লো ‘পাঠান’।