লোন নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাই, ঘটনায় ধৃত ৩

লাল্টু : ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাড়ি ফেরার পথে দুস্কৃতিদের কবলে গৃহবধূ। ছিনিয়ে নেওয়া হয় টাকা, এটিএম কার্ড। ঘটনায় আহত ওই গৃহবধূ এবং তার সাথে থাকা ছেলেও। ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তদন্তে নেমে রাতারাতি সাফল্য পায়, গ্রেপ্তার হয় ঘটনায় যুক্ত থাকা তিনজন।

গতকাল বিকাল বেলায় কাঁকড়তলা থানার বড়রা গ্রামের বন্ধন ব্যাঙ্ক থেকে ৩০৫০০ টাকা লোন নিয়ে ছেলে সেখ সাহেবের মোটরবাইকে করে জামালপুর গ্রামে বাড়ি ফিরছিলেন দিলেরা বিবি। ফেরার পথে বড়রা রেললাইন পেরোনোর পরই তাদের পথ আটাকায় তিন ছিনতাইবাজ। তাদের ছুরি দেখিয়ে তাদের কাছে থাকা নগদ ৩০৫০০ টাকা, এটিএম কার্ড নিয়ে মোটরবাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হয় দিলেরা বিবি ও তার ছেলে।

এলাকার মানুষ তাদের আহত অবস্থায় উদ্ধার করে ও কাঁকড়তলা থানার পুলিশে খবর দেয়। পুলিশ দিলারা বিবিকে নাকড়াকোন্দা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। পাশাপাশি তড়িঘড়ি শুরু হয় তদন্ত।

তদন্তে নেমে গতকাল ঘটনার কিছু পরেই পুলিশ একজনকে গ্রেপ্তার করে। রাতের মধ্যেই বাকি দুইজনকে টাকা, মোটরবাইক, মোবাইল সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৯২ ধারায় ছিনতাইয়ের মামলা রুজু করে তিনজনকেই দুবরাজপুর আদালতে পাঠায়।

ধৃতরা সেখ মিলন পিতা সেখ আফসার, বাড়ি কৈথী গ্রাম,
সেখ পিন্টু ওরফে সেখ গিয়াসউদ্দিন, পিতা সেখ রবিউল, বাড়ি বড়রা গ্রাম, সেখ মনিরুল, পিতা সেখ ফুরহাদ, বাড়ি বড়রা গ্রাম। দুবরাজপুর আদালত আজ ওই ধৃতদের ২৪ শে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।