অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল অঞ্চল যুব প্রেসিডেন্ট

লাল্টু : বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানা এলাকার বড়রা গ্রামের তৃণমূল যুব নেতা শেখ মিরাজ গ্রেপ্তার। গতকাল কাঁকড়তলা ও রাজনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আজ সিউড়ি আদালতে তোলা হবে। শেখ মিরাজ এলাকায় তৃণমূলের সুপরিচিত মুখ। পাশাপাশি তার স্ত্রী বড়রা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুমাস আগে এলাকার এক দুষ্কৃতী শেখ নিয়ামুলকে গ্রেপ্তার করা হয় অবৈধভাবে পোস্তর খোলা মজুদ রাখার কারণে। তার কাছ থেকেই পুলিশ জানতে পারে শেখ মিরাজ কর্মকাণ্ডের মূল পান্ডা। পুলিশ এও জানতে পারে এলাকায় নানান ধরনের অসামাজিক কাজ কর্মের পিছনে জড়িত রয়েছেন এই তৃণমূল যুব নেতা শেখ মিরাজ। এরপর পুলিশ দেরি না করে গতকাল অতর্কিতে হানা দিয়ে শেখ মিরাজকে গ্রেপ্তার করে।

শেখ মিরাজের স্ত্রী সাবিনা ইয়াসমিনের দাবি, “আমার স্বামী এলাকার তৃণমূল যুব প্রেসিডেন্ট। আর আমি এই গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য। আমার স্বামীকে কেন পুলিশ ধরেছে জানি না। তবে আমার স্বামীর নির্দোষ।”

পুলিশ সূত্রে এও জানা গেছে, দীর্ঘদিন ধরে শেখ মিরাজের কর্মকাণ্ডের উপর নজর ছিল পুলিশের। এলাকায় বোমাবাজি থেকে শুরু করে নানান অসামাজিক কাজকর্ম চলত তার অঙ্গুলিহেলনে। এসব ঘটনার পরই গতকাল বিকাল বেলায় কাঁকড়তলা ও রাজনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।