দীর্ঘ দাবি দাওয়া শেষে অবশেষে চালু হচ্ছে এই দুই জোড়া প্যাসেঞ্জার ট্রেন

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। সংক্রমণ কাটিয়ে সবকিছু স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। প্যাসেঞ্জার ট্রেন অথবা দূরপাল্লার ট্রেন বিভিন্ন রুটে চালু হওয়ার পর বর্তমানে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন। তবে এই সকল রুটে ট্রেন পরিষেবা চালু হলেও এখনো বেশ কিছু রুট একাধিক ট্রেন থেকে বঞ্চিত রয়েছে।

ঠিক একই ভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা এই সকল রুটে পুনরায় ট্রেন চলাচলের দাবি তুলছেন স্থানীয়রা। এই সকল রুটের মধ্যে রয়েছে বীরভূমের রামপুরহাট থেকে আজিমগঞ্জ লুপ লাইনে লোকাল ট্রেন সহ আরও একাধিক ট্রেন পুনরায় চালুর দাবি। এছাড়াও মালদাহ থেকে বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচলের দাবি করা হচ্ছিল। সেই সকল দাবী দাওয়ার পরিপ্রেক্ষিতে মালদহ থেকে কাটিহার দুই জোড়া ট্রেন পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হলো।

আগামী মঙ্গলবার অর্থাৎ ২১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে কাটিহার-মালদহ টাউন এবং কাটিহার-মালদহ কোর্ট প্যাসেঞ্জার ট্রেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের দাবি-দাওয়া মেনে এই দুই জোড়া ট্রেন পুনরায় চালু করা হচ্ছে। একনজরে এই দু’জোড়া ট্রেনের সময়সূচী।

০৫৭০২ কাটিহার-মালদহ টাউন প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি দুপুর ২ টো ৫০ মিনিটে কাটিহার থেকে ছাড়বে। সন্ধ্যায় ৬ টা ২৫ মিনিটে পৌঁছাবে মালদহ টাউনে।

০৫৭০১ মালদহ টাউন-কাটিহার প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি আগামী সকাল ৭ টায় মালদহ টাউন ছাড়বে। কাটিহারে পৌঁছাবে সকাল ১১ টা ১০ মিনিটে।

০৫৭১৮ কাটিহার-মালদহ কোর্ট প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি মঙ্গলবার সকাল ৮ টা ১০ মিনিটে কাটিহার থেকে ছাড়বে। মালদহ কোর্টে পৌঁছাবে সকাল ১১ টা ৩০ মিনিটে।

০৫৭১৭ মালদহ কোর্ট-কাটিহার প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি দুপুর ২ টোয় মালদহ কোর্ট থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে পৌঁছাবে কাটিহারে।