Super IRCTC App: ভারতীয় রেল হলো দেশের মেরুদন্ড, যে কোন জায়গায় স্বল্প খরচে এবং অল্প সময় যাওয়ার জন্য ভারতীয় রেলের আর কোন বিকল্প হতে পারে না। সমাজের যেকোন স্তরের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভারতীয় রেল। সম্প্রতি আইআরসিটিসি যে নতুন অ্যাপ নিয়ে এসেছে তা শুধুমাত্র যাত্রীদের দূরপাল্লার ভ্রমণকে আরো বেশি সহজতর করার জন্য। ট্রেনে ভ্রমণ এখন আগের থেকে অনেক বেশি আরামদায়ক হবে এবং যাত্রী স্বাচ্ছন্দের কথা চিন্তা করেই প্রত্যেকটি পদক্ষেপ ফেলে ভারতীয় রেল। যাত্রীরা টিকিট কাটা নিয়ে আর কোনোরকম ভোগান্তি হবে না এখন থেকে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা আরও সহজে টিকিট কাটতে পারবেন। পিএনআর স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
আসলে কি এই সুপার অ্যাপ? অভিনব এই অ্যাপের (Super IRCTC App) মাধ্যমে ট্রেনের সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন খুব সহজেই। নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা একাধিক সুযোগ সুবিধা লাভ করতে পারবে যা আগে কখনোই পাওয়া যেত না। এই অ্যাপের মাধ্যমেই টিকিট বুকিং থেকে শুরু করে, পিএনআর স্ট্যাটাস দেখা, ট্রেনে যাত্রাকালে খাবারের অর্ডার দেওয়া, এমনকী ভ্রমণের পুরো পরিকল্পনাও সেরে নিতে পারবেন।
যদি দ্রুত টিকিট বুক করতে চান তাও সম্ভব এই অ্যাপের (Super IRCTC App) মাধ্যমে। এক্সপ্রেস, সুপারফাস্ট, কিংবা দুরন্তর মতো ট্রেনের টিকিট নিমেষের মধ্যেই এই অ্যাপের মাধ্যমে কাটা যাবে। এছাড়াও, ট্রেন কোথায় রয়েছে কতক্ষণে প্ল্যাটফর্মে আসবে সবকিছুই জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। দিতে পারবেন খাবারের অর্ডারও, কারণ একাধিক খাদ্য সরবরাহকারী সংস্থা যুক্ত আছে এই অ্যাপে। এই অ্যাপের মাধ্যমে হোটেল বুকিংও করা যাবে এবং হলিডে প্যাকেজের গোটা সুবিধা মিলবে এই অ্যাপে।
যদি কোন যাত্রী দ্রুত লেনদেন করতে চায় সেই সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন আসন সংখ্যা থেকে শুরু করে ট্রেনের গতিপথ সবকিছুই এই অ্যাপের (Super IRCTC App) মাধ্যমে জানা যাবে। কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে চলতি বছর এবং এই বছরের শেষেই এই অ্যাপ লঞ্চ হয়েছে। অ্যান্ড্রয়েড ও আই ফোন যে কোনও ফোনেই বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
আইআরসিটিসির এই অ্যাপে যাত্রীরা পেয়ে যাবে একাধিক সুবিধা তাই দেরি না করে চটজলদি ডাউনলোড করে ফেলুন আপনার ফোনে এই অ্যাপ। আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি এই অ্যাপ আপনাকে একই ছাদের তলায় একাধিক সুবিধা দেবে।