পুজোয় সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে যাবার আগে মাথায় রাখুন ১০ টি জিনিস

নিজস্ব প্রতিবেদন : পুজো মানেই উন্মাদনা, উৎসাহ, আগ্রহ, আনন্দ, হই হুল্লোর। আর এই পুজোর মধ্যে বাঙালিদের সেরা পূজো দুর্গা পূজো। পুজোয় সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা, আগ্রহ থাকলেও বাড়ির ছোট্ট ওই সদস্যের আগ্রহ যেন সবার থেকে থাকে বেশি। আর সত্যি বলতে সবাই তো ওর পিছনেই দৌঁড়ায়। প্রচন্ড ভিড়ে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে ক্লান্তিও দেখা যায়না ওই ক্ষুদে সদস্য চোখেমুখে, বরং সে তো দৌড় ঝাঁপ দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়।

আর বাড়ির ওই খুদে সদস্যের মনোযোগ সবথেকে বেশি থাকে কোন দিন কতগুলো ঠাকুর দেখা হল তা নিয়েই। এই এত আগ্রহে ভরা খুদে সদস্যটির দিকে ঠাকুর দেখতে যাওয়ার সময় আমাদের বেশ কতগুলি জিনিস খেয়াল রাখা প্রয়োজন তার সুরক্ষা এবং স্বাস্থ্যের দিকে তাকিয়ে। তাই এবছর বাড়ির ওই খুদে সদস্যকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কয়েকটি জিনিস।

শিশুকে নিয়ে ঠাকুর দেখতে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখুন বেবি ডাইপার ও একটি তোয়ালে।

ঠাকুর দেখতে বের হওয়ার সময় পড়ে যাওয়া জামা ছাড়াও আলাদা করে রাখবেন একটি জামার সেট।

পুজোয় ভ্যাপসা গরম হোক অথবা বর্ষা, সবসময়ই সুতির হালকা পোশাক পরান যাতে করে ত্বক ভালো থাকে এবং ঘাম কম হয়।

শিশুকে নিয়ে ঠাকুর দেখতে বের হওয়ার আগে চিকিৎসকের সাথে কথা বলে প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন।

ঠাকুর দেখার সময় সঙ্গে রাখুন পানীয় জল, ওআরএস এবং কিছু শুকনো খাবার। কারণ ওই ছোট্ট শিশুকে বেশিক্ষণ খালি পেটে রাখা বিপজ্জনক হতে পারে।

দিনেট দিকে ঠাকুর দেখতে বের হলে রোদ এড়ানোর জন্য শিশুর মাথায় টুপি এবং চোখে চশমা। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতো সানস্ক্রিম ব্যবহার করতে পারেন।

ঠাকুর দেখার মুহূর্তে সব জায়গায় হাত ধোয়ার জন্য জল পাবেন না। তাই সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজার ও ন্যাপকিন।

প্রচন্ড ভিড়ে ঠাকুর দেখার সময় দেখা যায় অনেক বাচ্চাকে হারিয়ে যেতে। আর এই বিপদ থেকে রক্ষা পেতে শিশুর পকেটে ভরে রাখুন শিশুর পরিচয়, আপনার নাম ঠিকানা এবং যোগাযোগ নাম্বার।

ভিড়ের মাঝে কখনোই শিশুর হাত ছাড়বেন না ছাড়ার চেষ্টা করবেন না।

ঠাকুর দেখতে গিয়ে বাচ্চাকে নিয়ে কোনো রকম সমস্যায় পড়লে দ্রুত পুজো কমিটি এবং পুলিশি সহায়তা ক্যাম্পে যোগাযোগ করুন।