‘খেলা হবে’ স্লোগান বিজেপির ; ‘জয় শ্রীরাম’ ভুলে ‘খেলা হবে’ কটাক্ষ তৃণমূলের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্লোগান তোলেন ‘খেলা হবে’। কিন্তু এই স্লোগানের মধ্য দিয়ে তিনি কি বার্তা দিয়েছেন তার রহস্য এখনও অধরা। বরং এই স্লোগানের তাৎপর্য বোঝাতে গিয়ে অনুব্রত মণ্ডলকেই একাধিক মঞ্চে একাধিক কথা বলতে দেখা গিয়েছে। তবে সে যাই হোক এই স্লোগান এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। আর চর্চায় থাকা এই স্লোগানের পাল্টা এবার বিজেপি কর্মীদের স্লোগান তুলতে দেখা গেল, ‘এসো বন্ধু খেলা হবে।’

Advertisements

শুক্রবার মহঃবাজারে বিজেপির তরফ থেকে প্রাক নির্বাচনের আগে একটি সাইকেল মিছিলের আয়োজন করা হয়। আর সেই সাইকেল মিছিল থেকেই বিজেপি কর্মীরা স্লোগান তোলেন, ‘এসো বন্ধু খেলা হবে।’ তবে তাদের এই স্লোগানের সাথে অনুব্রত মণ্ডলের স্লোগানের কথাই একাধিক ফারাক লক্ষ্য করা গেল। অনুব্রত মণ্ডল স্লোগান তুলে জানিয়েছেন, ‘খেলা হবে, ভ’য়ঙ্কর খেলা হবে।’

Advertisements

আর অনুব্রত মণ্ডলের সেই স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল যে গান রচনা করেছে, তার কথাই রয়েছে, ‘বাইরে থেকে বর্গী আসে/ নিয়ম করে প্রতি মাসে/ আমিও আছি, তুমিও রবে/ বন্ধু এবার খেলা হবে….।’ আর মহঃবাজারের বিজেপি কর্মীরা এদিন যে স্লোগান তুললেন তার কথাই রয়েছে, ‘দিদিমণি আর ফিরছে নাকো/ যুব তৃণমূল শুনে রাখো/ তোলাবাজি বন্ধ রাখো/ এসো বন্ধু খেলা হবে….।’ অর্থাৎ দুই দলের স্লোগানের সুর ও তালে মিল থাকলেও কথাই বিস্তর ফারাক।

Advertisements

আর এই স্লোগানের পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে দাবি করা হয়, “আমরা এই স্লোগানের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসন্ন বিধানসভায় ভোট দিতে পারবে। ওই অনুব্রত মণ্ডলের স্লোগানের পাল্টা আমাদের এই স্লোগান। উনি ভয় দেখাচ্ছেন আর আমরা ভয় দূর করছি।”

[aaroporuntag]
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এই স্লোগান নকল করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি তাদের দাবি, “খেলা হবে এই স্লোগান আসার পর থেকে বিজেপি কর্মী সমর্থকরা তো জয় শ্রীরাম স্লোগানটাই ভুলে গেছে। সবাই এখন খেলা হবে খেলা হবে করছে।”

Advertisements