সাপ নেউলের লড়াই, এমন ভিডিও না দেখলেই মিস

নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগে মানুষের হাতে হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট পৌঁছে যাওয়ার কারণে বাড়ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। সোশ্যাল মিডিয়ার এই ব্যবহার বৃদ্ধির ফলে চোখের সামনে যা কিছু রয়েছে তা আপলোড হতে দেখা যাচ্ছে। ভিডিও আকারে আপলোড হওয়া সেই সকল বিষয়গুলি অধিকাংশ ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কাড়ার কারণে ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিওগুলি ভাইরাল হয়ে থাকে তার মধ্যে আবার কিছু ভিডিও থাকে একেবারেই বিরল। যে সকল ঘটনা সাধারণত এখন আর দেখা যায় না সেই সকল ঘটনার ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ঠিক যেমন সাপের সঙ্গে নেউলের লড়াই। সাপ দেখা গেলেও বর্তমানে নেউল দেখা যায় না বললেই চলে। এমনই একটি বিরল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটি না দেখলে দর্শকদের বড় প্রাপ্তি মিস করতে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। নেউল বা বেজি সাপের তুলনায় ছোট হলেও সাপের সবচেয়ে বড় শত্রু হলো তারাই। বিষধর হোক অথবা লম্বা সাপকে দাঁত দিয়ে নেমেছে কেটে ফেলার ক্ষমতা রাখে এই নেউলরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিষধর বিশাল কোবরা সাপের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে দেশী ছোট্ট একটি বেজি। বারংবার ওই সাপটিকে বাগে আনার চেষ্টা চালালেও তা হচ্ছিল না ওই বেজিটির পক্ষে। এদিকে নিজেকে রক্ষা করার জন্য ওই বিষধর কোবরাটি বারবার বেজিকে লক্ষ্য করে ছোবল মারছে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হলো, তাই এখন কৌতুহল দর্শকদের মধ্যে।

এই লড়াইয়ে বারংবার সাপটিকে বাগে আনার জন্য নিজের স্ট্র্যাটেজি বদলাতে দেখা যায় বেজিটিকে। তবে শেষমেষ কি হয়েছে তাদের লড়াইয়ের ফলাফল তা অবশ্য জানা যায়নি। কারণ এই ভিডিওতে তাদের লড়াইয়ের ফলাফল দেখানো হয়নি।