Jio কেবল আম্বানির একার নয়, রয়েছে এই সকল সংস্থার ভাগও

নিজস্ব প্রতিবেদন : টেলিকম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একটি টেলিকম সংস্থার নাম হল Jio। এই টেলিকম সংস্থা কেবল জনপ্রিয় টেলিকম সংস্থা নয়, এর পাশাপাশি এই টেলিকম সংস্থা ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা। এমনকি এই টেলিকম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভাগ্য রাতারাতি ঘুরিয়ে দেয়।

অন্যদিকে এই টেলিকম সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন। কারণ তিনি ক্ষমতায় আসার পর যে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত করার কান্ডারী হলো এই টেলিকম সংস্থা। এই টেলিকম সংস্থা প্রথম ভারতে 4G পরিষেবা নিয়ে আসার পাশাপাশি সবচেয়ে সস্তায় টেলিকম পরিষেবা দিতে শুরু করে।

২০১৬ সালের ৫ সেপ্টেম্বর পথ চলা শুরু করেছিল জিও। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হওয়ার পাশাপাশি এই টেলিকম সংস্থা বিশ্বের তৃতীয় বৃহত্তম। এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা ৪২.৬২ কোটি। জনপ্রিয় এই টেলিকম সংস্থার মালিকানা যে রয়েছে মুকেশ আম্বানির হাতে তা অনেকেই জানেন। তবে আম্বানি ছাড়াও এই টেলিকম সংস্থার অংশীদারিত্ব রয়েছে আরও কয়েকটি সংস্থার হাতে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড ছাড়াও জিওতে অংশীদারিত্ব রয়েছে গুগল, মেটা, কেকেআর, ভিস্তা, সিলভারলেকের মতো কিছু সংস্থার। যা অনেকেরই হয়তো জানা নেই। তবে এই সকল সংস্থার অংশীদারিত্ব থাকলেও সবচেয়ে বেশি অংশীদারিত্ব অর্থাৎ সংস্থার রাশ রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতেই।

জিও টেলিকম সংস্থায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অংশীদারিত্ব রয়েছে ৬৭.০৩ শতাংশ। বাকি অংশীদারিত্ব রয়েছে অন্যান্য সংস্থার। যাদের মধ্যে ফেসবুক অর্থাৎ মেটার অংশীদারিত্ব রয়েছে ৯.৯৯ শতাংশ। গুগলের রয়েছে ৭.৭৩ শতাংশ। কেকেআর নামে একটি গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্মের অংশীদারিত্ব রয়েছে ২.৩২ শতাংশ।