পার্কে ঢোকার আগেই জানতে পারবেন ফাঁকা আছে কিনা, রাজ্যে এবার স্মার্ট পার্কিং

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যানবাহনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল পার্কিং। পর্যাপ্ত জায়গা না থাকার কারণে পার্কিং নিয়ে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে দেখা যায় চালক থেকে গাড়ির মালিকদের। এই সকল সমস্ত রকম সমস্যা দূর করতে এবার রাজ্য সরকারের তরফ থেকে অভিনব এক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা হল স্মার্ট পার্কিং।

একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করেই গাড়ির চালক এবং মালিকরা জানতে পারবেন পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে কিনা। ফলে পার্কিং প্লেস থেকে অযথা ঘুরে আসার যেমন প্রয়োজন হবে না, সেই রকমই আবার গাড়ি নিয়ে পার্কিংয়ের জন্য এদিক-ওদিক ঘুরে বেড়ানোর হয়রানির শিকার হতে হবে না।

পার্কিং ব্যবস্থায় বিভিন্ন ধরনের অভিযোগের উপর লাগাম টানার জন্য প্রাথমিকভাবে এমন স্মার্ট পার্কিং ব্যবস্থা গ্রহণ করছে কলকাতা পুরনিগম। এমনকি নতুন এই ব্যবস্থায় কারো হাতে টাকা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি অ্যাপের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন গাড়ির মালিক অথবা চালকরা।

ইতিমধ্যেই বুধবার থেকে পরীক্ষামূলকভাবে স্মার্ট পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার জন্য ১২৪টি যন্ত্র তুলে দেওয়া হয়েছে। যদিও এই ব্যবস্থায় এখনো দু’চাকা গাড়ি সংযুক্ত করা হয়নি। অর্থাৎ এই স্মার্ট পার্কিং ব্যবস্থার লাভ এখন দুই চাকা মোটরবাইক বা স্কুটি চালকরা উঠাতে পারবেন না।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে পার্কিং সুবিধা নেওয়ার জন্য গাড়িচালক বা গাড়ির মালিকদের গুগল প্লে স্টোর থেকে S Parking নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপে চালকরা জানতে পারবেন ধারে কাছে কোথায় পার্কিংয়ের জন্য জায়গা ফাঁকা রয়েছে। ফাঁকা জায়গা দেখে সেখানে যাওয়ার পর check in টাইম দিতে হবে। কর্মীরা তাদের ই-পসে সেই টাইম নথিভুক্ত করবে এবং গাড়ির মালিক বা চালক গাড়ি পার্কিং করতে পারবেন। এর পাশাপাশি পার্কিংয়ের জন্য খরচ ইউপিআই বা কার্ড এর মাধ্যমে দেওয়া যাবে।