১ কিলো আমের দাম আড়াই লক্ষ টাকা, কেন এত দাম

নিজস্ব প্রতিবেদন : বাজারে আমরা বিভিন্ন ধরনের আম দেখেছি। তবে সেই সকল আমের দাম কত হয়ে থাকে! ৫০-১০০ টাকা কিলো দরে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। কিন্তু কোন আমের দাম আড়াই লক্ষ টাকার বেশি হতে পারে তা হয়তো কল্পনাতীত। এখন সোশ্যাল মিডিয়া এই বহুমূল্যবান আম নিয়েই মজেছে।

এই বহু মূল্যবান আম নিয়ে মজে থাকার কারণ অবশ্যই এর দাম। এই বহুমূল্যবান আমের প্রজাতির নাম হল মিয়াজাকি। এই ধরনের আম প্রথম চাষ করা হয় জাপানে। এই নাম ছাড়াও এই প্রজাতির আম সূর্যের ডিম নামে পরিচিত। এই ধরনের আমের জাপানি নাম হলো তাইয়ো-নো-তামাগো। মিয়াজাকি আমের রং রুবি পাথরের মত লাল। এই ধরনের আম বিরল প্রজাতির হওয়ার কারণে এদের দাম আড়াই লক্ষ টাকা থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

এই বিরল প্রজাতির আম প্রথম ফলতে দেখা গিয়েছিল জাপানের কিউশু প্রদেশের মিয়াজাকি শহরে। এরপর থেকেই এই শহরের নাম অনুসারে এই আমের নামকরণ করা হয়। এই ধরনের আমের গড় ওজন হয়ে থাকে ৩৫০ গ্রাম অথবা তার কিছু এদিক ওদিক। প্রচন্ড মিষ্টি হয়ে থাকে এই ধরনের আম। এতে মিষ্টির পরিমাণ থাকে ১৫ শতাংশ বা তার বেশি। ভারতের মতো বাজারে এই ধরনের আম প্রতি পিস ১৫ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে।

এই ধরনের আমে প্রচুর গুণাগুণ রয়েছে। যেটিও এই প্রজাতির আমের এত মূল্য হওয়ার কারণ হতে পারে। এই ধরণের আম অ্যান্টিঅক্সিডেন্ট, বেটা-ক্যারোটিন ও ফলিক আ্যাসিড সমৃদ্ধ। যা ক্লান্ত চোখের জন্য দারুণ উপকার দেয়। এই আম চোখের দৃষ্টিকেও আরও জোরালো করে।

এই ধরনের আম চাষ প্রথম শুরু হয় ১৯৭৯ সালের শেষের দিকে অথবা ১৯৮০ সালের প্রথমদিকে বলে জানা যায় বিভিন্ন সূত্রে। মিয়াজাকি শহরের উষ্ণ আবহাওয়া, দীর্ঘ সময় ধরে থাকা সূর্যের রশ্মি এবং পর্যাপ্ত বৃষ্টি এই ধরনের আম ফলনের ক্ষেত্রে উপযোগী হয়ে ওঠে।