এই শ্রেণীর গ্রাহকদের বিনামূল্যে Door Step পরিষেবা দেবে SBI

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্ভরতা এবং সঠিক সময়ে সঠিক পরিষেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে এই ব্যাংকের এত জনপ্রিয়তা। দেশের ৪৪ কোটির বেশি মানুষ রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের উপর নির্ভরশীল।

গ্রাহকদের সুবিধার্থে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিনিয়ত নতুন নতুন পরিষেবা দিয়ে থাকে। তাদের এই সকল পরিষেবার মধ্যে রয়েছে নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং ইত্যাদি। এর পাশাপাশি রয়েছে ডোর স্টেপ ব্যাংকিং। তবে এই ডোর স্টেপ ব্যাংকিং পরিষেবা নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হয়। কিন্তু এবার এই ব্যাংক এমন একটি সিদ্ধান্ত নিল যাতে বিশেষভাবে সক্ষম শ্রেণীর মানুষেরা বিনামূল্যে এই ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা পাবেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্বাধীনতা দিবসের দিন এই ঘোষণা করা হয়েছে। যেদিন তাদের তরফ থেকে ঘোষণা করা হয়, “আপনার ঘরের কাছে এসবিআই!!! বিশেষভাবে সক্ষম গ্রাহকদের জন্য মাসে তিনবার বিনামূল্যে ‘ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা’ নিয়ে এসেছে এসবিআই।”

বিশেষভাবে সক্ষম গ্রাহকরা বিনামূল্যের এই ডোর স্টেপ পরিষেবার মাধ্যমে টাকা তোলা, টাকা পাঠানো, চেক তোলা, চেক রিক্যুইজিশন স্লিপ, ফর্ম 15H সংগ্রহ, ড্রাফ্টের ডেলিভারি, টার্ম ডিপোজিট, অ্যাডভাইসের ডেলিভারি, লাইফ সার্টিফিকেট সংগ্রহ কেওয়াইসি তথ্য সংগ্রহ ইত্যাদি পরিষেবা পাবেন।

বিশেষভাবে সক্ষমরা ছাড়াও প্রবীণ নাগরিক, দৃষ্টিশক্তিহীন, সার্টিফায়েড কঠোর ব্যধি রয়েছে এমন গ্রাহক, কেওয়াইসি রেজিস্ট্রেশন করা, সিঙ্গল অ্যাকাউন্ট হোল্ডার ব্যাঙ্কের শাখার ৫ কিলোমিটারের মধ্যে ডোরস্টেপ ব্য়াঙ্কিং পরিষেবা পেয়ে থাকেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ডোর স্টেপ পরিষেবা নেওয়ার জন্য ১৮০০১০৩৭১৮৮ বা ১৮০০১২১৩৭২১ নম্বরে ফোন করে আবেদন দিতে হবে। এছাড়াও সহজেই YONO অ্যাপের মাধ্যমে এই পরিষেবা পেতে আবেদন জানানো যেতে পারে।