Do you know which is the most expensive ice cream in the world: বাইরের তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে, এই পরিস্থিতিতে সস্তায় আরাম পাওয়ার একমাত্র উপায় ঠান্ডা আইসক্রিম। বড় থেকে ছোট সকলের কাছেই এই গরমে আইসক্রিম খুব প্রিয়। বাইরে বেরোলে গরমের হাত থেকে বাঁচার জন্য অনেকেই আইসক্রিম খেয়ে থাকেন। কিন্তু এই আইসক্রিমের দাম কত হতে পারে? সাধারণত দশ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যে আপনি পছন্দসই আইসক্রিম খেতে পারবেন। সাধারণ মানুষের জন্য ১০ থেকে ২০ টাকার মধ্যেই চলে আসবে নানা ফ্লেভারের নানা স্বাদের আইসক্রিম। তবে যদি কখনো জানতে পারেন এই আইসক্রিমের দাম হয়ে যেতে পারে সর্বাধিক মূল্যের (Costliest Ice Cream)।
এই প্রতিবেদনটির মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন পৃথিবীর সবথেকে দামি আইসক্রিমের কথা। কেন বলুন তো এত দাম হয় সেই আইসক্রিমের? কি আছে তার মধ্যে? সেই দামী আইসক্রিমের নামটাই বা কি আর দামই বা কত? কি কি উপাদান থাকে পৃথিবীর সবথেকে দামি (Costliest Ice Cream) আইসক্রিমের মধ্যে যা তাকে আকাশছোঁয়া করে তোলে। জানলি আপনি সত্যিই অবাক হবেন পৃথিবীর তাবড় তাবর ধ্বনি ব্যক্তিরাও এই আইসক্রিম কিনে খাওয়ার আগে দুবার ভাববেন।
আপনি যখনই কোন আইসক্রিমের দোকানে যাবেন ৫০ থেকে ৬০ টাকার মধ্যে আপনি নানা রকমের আইসক্রিম পেয়ে যাবেন। এর থেকে একটু দামি হলে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যেও নানা ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। আর আপনি যদি কখনো বড় বড় রেস্তোরাঁ কিংবা হোটেলে যান তাহলে সেখানে ১০০০ থেকে ২০০০ টাকার আইসক্রিমও আপনি পেয়ে যাবেন। তবে মধ্যবিত্তের কাছে এর সবই বিলাসিতা। তবে আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর সবথেকে দামি (Costliest Ice Cream) আইসক্রিম এদের তুলনায় কিছুই নয়।
এই আইসক্রিম তৈরি করেছে যে সংস্থা তার নাম হলো, বাইকোয়া (Byakuya)। আসলে এটি জাপানের একটি সংস্থা। এটি পৃথিবীর সবথেকে দামি আইসক্রিম তৈরি করাতে রেকর্ড করেছে গত মাসেই। এই আইসক্রিমটির মধ্যে রয়েছে দুধ, দু’রকমের পনির এবং ডিমের কুসুম। যা এই আইসক্রিম এর স্বাদ এবং দাম দুই বাড়িয়ে দেন। এছাড়াও এতে ব্যবহার করা হয় উৎকৃষ্ট মানের চিজ, সাদা ট্রায়ল ওয়েল।
এছাড়াও এই আইসক্রিম এ থাকে বিভিন্ন রকমের উৎকৃষ্ট উপাদান। এত ভালো ভালো উপাদান যে আইসক্রিম এ থাকে তার স্বাদ ভালো না হয়ে যায় কোথায়? প্যাকেজিং এর জন্য ব্যবহার করা হয় কালো রংয়ের একটি সুদৃশ্য বাক্স। এই আইসক্রিমটি খাওয়ার জন্য দেওয়া হবে সুন্দর একটি ধাতুর চামচ। কোম্পানিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি অনুসারে ১৩০ মিলিলিটার বাইকোয়া আইসক্রিমের দাম হবে ৬৭০০ ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়াবে ৫ লক্ষ টাকা। সত্যিই এই দামি আইসক্রিম খাওয়া সবার সাধ্যের মধ্যে নয়।