পুরুলিয়া ঢেকেছে সাদা পলাশে, দাম ৮০ লক্ষ টাকা, কেন এত দাম

নিজস্ব প্রতিবেদন : ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত মাসের (Spring) আগমন দিন কয়েক আগেই হয়ে গিয়েছে। বসন্ত মাসের আগমনের বার্তা সবচেয়ে বেশি পাওয়া যায় গাছে গাছে রাঙ্গা পলাশ (Palash) থেকে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ বিভিন্ন জায়গায় রাঙ্গা পলাশ দেখা যায়। এই সকল পলাশের আবার বিভিন্ন ভাগ রয়েছে।

সাধারণত আমরা লাল অর্থাৎ রাঙা পলাশ দেখেই অভ্যস্ত। আর সেই রাঙা পলাশ চুলের খোপায় অথবা হাতে বেঁধেই বসন্ত উৎসবে শামিল হতে দেখা যায়। তবে এই রাঙা পলাশ ছাড়াও রয়েছে সাদা পলাশ (White Palash)। সাদা পলাশ সব জায়গায়ই দেখা না গেলেও এবার পুরুলিয়া (Purulia) ভরে গিয়েছে এই সাদা পলাশে। আর এই সাদা পলাশ নিয়েই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে চরম চর্চা।

বর্তমানে সবচেয়ে বেশি সাদা পলাশের খোঁজ মিলেছে পুরুলিয়ার হুড়া নামে একটি গ্রামে। প্রথমে এই গাছ এবং সাদা পলাশ এলাক এলাকার বাসিন্দারা বুঝতে পারেননি। পরে বিষয়টি সামনে আসে এবং তারা জানতে পারেন এটি সাদা পলাশ বা শ্বেত পলাশ। এই সাদা পলাশ বা শ্বেত পলাশ গাছের দাম উঠেছে ৮০ লক্ষ টাকা। কলকাতার এক বাসিন্দা এই বিপুল টাকা দিয়ে গাছটি কিনতে রাজি হয়েছেন।

বিরল প্রজাতির সাদা পলাশ দেখতে ইতিমধ্যেই ওই গ্রামে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন। এমনকি এই ফুল নিয়ে খোঁজ খবর শুরু করেছে উদ্যান পালন দপ্তর। গাছটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে এবং গাছের ফুল অথবা শাখা-প্রশাখায় কেউ কোনো ক্ষতি করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

তবে প্রশ্ন হল শ্বেত পলাশ বা সাদা পলাশ গাছের এত দাম এবং এই গাছটির এত গুরুত্ব কেন? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যা জানা যাচ্ছে তাতে গাছটির বহু গুনাগুন রয়েছে। বন্ধ্যাত্ব দূরীকরণ, যৌন শক্তি বর্ধক ওষুধ তৈরি করতে বিশেষ উপকারী শ্বেতপলাশ। এছাড়াও ক্যান্সার প্রতিরোধ করতেও নাকি বিশেষ ভূমিকা পালন করে এই ফুল। আবার অনেকের বিশ্বাস এই ফুল মহাদেবের ভীষণ প্রিয় এবং তন্ত্র সাধনায় এমন ফুল ব্যবহার করা হয়। সাদা পলাশের দর্শন পূণ্য লাভের মতো বলেও অনেকে মনে করেন।