Before buying an AC, know how AC ratings are determined: প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে একটু শান্তির খোঁজে এসিকে বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। সারাদিন যেমন তেমনভাবে কাটানো গেলেও, রাতটুকু শান্তিতে ঘুমানোর জন্য এসির প্রয়োজন পড়ে। গরমকালে এমনিতেই ফ্যান বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটসের ব্যবহার বেশি হয়। বিদ্যুৎ খরচ বেশি হয় তাই বিদ্যুৎ বিলও বেশি আসে। তার ওপর যদি সামান্য কিছু সময় এসি চালালেই লাগাম ছাড়া বিল আসতে শুরু করে, তাহলে খুবই সমস্যার মধ্যে পড়বেন মধ্যবিত্ত পরিবার। এসির রেটিং (AC Ratings) এই সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে।
একটু শান্তিতে ঘুমানোর জন্য ১০-১৫ মিনিট এসি চালালেই যদি ৫ থেকে ৭ হাজার টাকা বিল আসে, তাহলে শান্তির ঘুম তো জুটবেই না উল্টে চিন্তায় ঘুম উড়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। এসি চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে অতিরিক্ত বিল প্রদানের হাত থেকে রক্ষা পাওয়া যায়। খুব সহজে এসির বিদ্যুৎ খরচের পরিমাণ বাঁচাতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসির রেটিং (AC Ratings)। আপনি যে কোম্পানির এসি ব্যবহার করছেন সেটা ২ স্টার, ৩ স্টার না ৫ স্টার তা জানা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়।
অনেককেই বলতে শোনা যায়, বেশি রেটিং যুক্ত এসি ব্যবহার করলে বিদ্যুতের বিল কম আসে। কিন্তু কিভাবে এই রেটিং হিসাব করা হয় তা কি জানা আছে? প্রত্যেকটা এসির কুলিং আউটপুট সমান। এরপর একটি নির্দিষ্ট এসি কত ইউনিট বিদ্যুৎ ইনপুট করছে, তার সাথে আউটপুট ইউনিট ভাগ করে যা পাওয়া যাবে তার ওপর ভিত্তি করে এসির রেটিং (AC Ratings) নির্ধারণ করা হবে। চলুন এসির এই ইনপুট – আউটপুট এর বিষয়টি একটু সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। প্রতিটি এসির আউটপুট কুলিং ইউনিট ৩৫১৬ ওয়াট। যদি কোন এসি ১২৫০ ওয়াট বিদ্যুৎ ইনপুট করে, তবে আউটপুট ইউনিট দিয়ে ভাগ করার পর ফল পাওয়া যাবে ২.০। অর্থাৎ সেই নির্দিষ্ট এসিটিকে ২ স্টার রেটিং যুক্ত বলে গণ্য করা হবে ইইআর টেবিলের হিসাবে।
এই পদ্ধতিতে হিসেব করলে দেখা যাবে এসির ইনপুট যত কম হবে, আউটপুটের সাথে ভাগ করলে তার রেটিং ততই বাড়তে থাকবে। এসি যত কম সংখ্যক বিদ্যুৎ ইনপুট করবে, খুব স্বাভাবিকভাবেই তার বিলও কম আসবে। অর্থাৎ এসির রেটিং যত বেশি হবে বিদ্যুৎ খরচের পরিমাণ ততটাই কম হবে। ফলে বিদ্যুৎ বিল স্বাভাবিক নিয়মেই কম আসবে। এসির রেটিং (AC Ratings) যত কম হবে বিদ্যুৎ ইনপুট এর পরিমাণ ততটাই বেশি হবে। বিদ্যুৎ খরচ বেশি হলে বিদ্যুতের বিলও বেশি আসবে। তাই বেশি রেটিং যুক্ত এসি ব্যবহার করা সাশ্রয়জনক।
সাধারণত বাড়িতে ব্যবহারের জন্য ১.৫ টনের এসি ব্যবহার করা হয়। একটি ৫ স্টার রেটিং যুক্ত ১.৫ টনের এসি টানা ৮ ঘন্টা চালানো হলে, মাত্র ৯ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ বর্তমান বিদ্যুতের দাম অনুযায়ী, মাসে এসি চালানোর জন্য আপনার মাত্র ২ হাজার টাকা অতিরিক্ত বিল আসবে। কিন্তু আপনি যদি কম রেটিং (AC Ratings) যুক্ত এসি ব্যবহার করে থাকেন, তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। আর বিলও বেশি আসতে থাকবে। তাই এসি ব্যবহার করার পরও বিদ্যুতের বিল বাঁচাতে চাইলে বেশি রেটিং যুক্ত এসি ব্যবহার করুন।