লাইনে না দাঁড়িয়েই এবার স্বাস্থ্য সাথী কার্ড, এসে গেল অনলাইন আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। ২০১৬ সালে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়। শুরুর দিকে এই প্রকল্প ছিল সীমিত এবং পরে ২০২১ সালে এই প্রকল্পকে সার্বজনীন করা হয়।

এই প্রকল্পের আওতায় প্রকল্পের মধ্যে থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আর্থিক সাহায্য পান। এই প্রকল্পকে এবার আরও সহজভাবে সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করা হলো অনলাইন আবেদন পদ্ধতি। এই অনলাইন পদ্ধতি চালু হয়ে যাওয়ার ফলে আর লাইনে দাঁড়ানোর দরকার হবে না।

অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে যেতে হবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট swasthyasathi.gov.in এ। সেখানে যে সকল মেনু রয়েছে তার মধ্যে রয়েছে একটি মেনু সেটি হল Apply Online। এটি বেছে নেওয়ার পর Online Application for Swasthya Sathi Card মেনু বেছে নিতে হবে।

এই মেনু বেছে নেওয়ার পর একটি অনলাইন ফর্ম খুলে যাবে। যেখানে আবেদনকারীর ঠিকানার সমস্ত বিবরণ নির্দিষ্ট জায়গাগুলিতে দিয়ে পূরণ করতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে দিতে হবে নিজের নাম এবং তার বাবা অথবা স্বামীর নাম। এছাড়াও আরও অনেক তথ্য যেমন আধার নম্বর, খাদ্য সাথী নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে। সঠিকভাবে এই সকল তথ্য পূরণ করে দেওয়ার পর সাবমিট করে দিতে হবে।

অনলাইনে আবেদন করার এই পেজে ঢোকার সময় প্রথমেই আবেদনকারীকে নিজের একটি মোবাইল নম্বর দিতে হবে। যে মোবাইল নম্বরে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পেজে যাওয়া যাবে। মনে রাখতে হবে স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভূক্ত করার ক্ষেত্রে গৃহকর্তি অথবা বাড়ির কোন মহিলার নামে আবেদন করতে হবে।