স্বাস্থ্য সাথী কার্ডে কোন রোগের জন্য মিলবে কত টাকা, জানার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে ২০১৬ সালে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু হয়। প্রথমদিকে এই প্রকল্প রাজ্যের প্রতিটি নাগরিকদের জন্য চালু না থাকলেও ২০২১ সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্প সার্বজনীন করা হয়। এই প্রকল্পের মধ্য দিয়ে স্বাস্থ্যপরিসেবায় ৫ লক্ষ টাকা সুবিধা দেওয়া হয়ে থাকে।

এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করার জন্য সরকারি পদ্ধতিতে রাজ্যের বাসিন্দাদের আবেদন করতে হয়। এই স্বাস্থ্য সাথী কার্ড হয়ে থাকে পরিবারের মহিলাদের নামে। তবে সুবিধা পান প্রত্যেক সদস্যরা। সরকারি হাসপাতাল থেকে নার্সিংহোম সবেতেই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন রোগীরা।

তবে এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা দেওয়া হলেও বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ভাগ রয়েছে টাকা দেওয়ার ক্ষেত্রে। যে কারণে এই প্রকল্পের আওতায় সুবিধা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোন রোগের ক্ষেত্রে কত টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। এছাড়াও এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার ক্ষেত্রে রোগীদের হাসপাতালে অথবা নার্সিংহোমে ভর্তি হতেই হবে।

সাধারণ রোগ ছাড়াও জটিল রোগের চিকিৎসাও হয়ে থাকে স্বাস্থ্য সাথী কার্ডের বীমা প্রকল্পের মাধ্যমে। আবার বিভিন্ন মানুষের এখন হার্টের সমস্যা রয়েছে। হার্টের এই সমস্যায় চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী কার্ডে ৬০ হাজার টাকা ক্যাশলেশ সুবিধা পাওয়া যায়। এর পাশাপাশি অন্যান্য রোগের ক্ষেত্রে যে পরিমাণ টাকা পাওয়া যায় তার তালিকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটে।

কোন রোগের জন্য কত খরচ পাওয়া যেতে পারে সেই তালিকা পেতে হলে এই প্রকল্পের আওতায় থাকাদের https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে Latest News এ ক্লিক করে ‘View All’ অপশন বেছে নিতে হবে। এরপর সেখানে থাকা ‘Package Details’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রোগের নাম বেছে নিলেই কোন রোগের জন্য কত টাকা পাওয়া যাবে তা উল্লেখ করে দেওয়া হবে।