‘বাজে গার্ড’, কেঁদে ভাসিয়ে ছিলেন এই পরীক্ষার্থীরা, কেমন হলো তাদের মাধ্যমিকের ফলাফল

নিজস্ব প্রতিবেদন : মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) হোক অথবা উচ্চমাধ্যমিক (HS Exam), মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result) হোক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result), এই সকল নিয়ে প্রতিবছর কোনো না কোনো ঘটনা ঘটে থাকে আর সেই সকল ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল (Viral) হয়। ঠিক সেই রকমই এই বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বেশ কয়েকটি ঘটনা ভাইরাল হয়েছিল।

ভাইরাল হওয়া সেই সকল ঘটনার মধ্যে যেমন একটি ছিল ‘দিদি আছে, সবাই পাশ’, ঠিক সেই রকমই আরও একটি ঘটনায় দেখা গিয়েছিল কয়েকজন ছাত্রীকে পরীক্ষা দেওয়ার পর কেঁদে ভাসিয়ে দিতে। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকের মধ্যেই প্রশ্ন ওই ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কেমন হলো?

‘দিদি আছে সবাই পাশ’ এমনটা দাবি করা পিংকি চক্রবর্তীর মেয়ে মাহি চক্রবর্তী ৩১০ নম্বর পেয়ে পাশ করেছে। অন্যদিকে কাকলি মন্ডলের মেয়ে অনামিকা মন্ডল ৩৯০ পেয়ে পাশ করেছে। আর এই কেঁদে ভাসানো মেয়েগুলির কি পরিস্থিতি হলো? অঙ্ক পরীক্ষার পর কেঁদে ভাসানোর এমন ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে।

আরও পড়ুন :‘দিদি আছে সবাই পাশ’, কত নম্বর পেল ভাইরাল ওই দুই মহিলার মেয়েরা

ওই ছাত্রীরা ছিলেন নিউ ব্যারাকপুরের কলোনি উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ জানিয়েছেন, তাদের স্কুলের পরীক্ষার্থীদের ফলাফল এই বছর বেশ ভালো হয়েছে। এবছর তাদের স্কুল থেকে ১৩৭ জন পরীক্ষা দিয়েছিল এবং তারা প্রত্যেকেই পাশ করেছে। এমনকি যারা কান্নাকাটি করেছিল তারাও পাশ করেছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, এবার তাদের স্কুল থেকে যে ছাত্রী টপার হয়েছে তার নম্বর ৯৩.৮৫%। স্কুলের ৪৬ শতাংশ ছাত্রীর প্রথম বিভাগে পাশ করেছে। স্টার নম্বর পেয়েছে ২২ জন। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১৬ জন। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কান্নাকাটি করেছিল তাদের অথবা তাদের অভিভাবকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।