IPL 2023-এর চ্যাম্পিয়ন টিম কত টাকা পাবে! মোট Prize Money কত!

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে শেষ হতে চলল IPL 2023। রবিবার এই বছরের আইপিএলের ফাইনাল। আর সেই ফাইনালের পরই এই বছরের মত শেষ হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রবিবার অর্থাৎ ২৮ মে ২০২৩ সালের আইপিএল-এর ফাইনাল অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচকে ঘিরে প্রতিটি ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছে আলাদা উৎসাহ ও উদ্দীপনা।

আইপিএল হলো বিশ্বের সবচেয়ে দামি একটি টুর্নামেন্ট। বিশ্বের সবচেয়ে দামি এই টুর্নামেন্টের দিকে সবসময় তাকিয়ে থাকতে দেখা যায় বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের। বিশ্বের সবচেয়ে দামি এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে প্রতিটি মানুষের নানান কৌতুহল রয়েছে আর সেই সকল কৌতূহলের মধ্যে অন্যতম হলো এই বছরের প্রাইজ মানি কত এবং চ্যাম্পিয়ন দল কত পাবে?

আইপিএল ২০২৩ এর মোট প্রাইজ মানি হল ৪৬.৫ কোটি টাকা। বিপুল পরিমাণ এই টাকা থেকেই দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে তার চ্যাম্পিয়নের প্রাপ্য অর্থ। বিজেতা দলকে দেওয়া হবে রানার্স আপের জন্য প্রাপ্য অর্থ। এছাড়াও আলাদাভাবে দাগ কারা খেলোয়ারদের দেওয়া হবে তাদের প্রাপ্য সম্মান। এছাড়াও অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ জয়ী খেলোয়ারদের প্রাপ্য অর্থ।

৪৬.৫ কোটি টাকার মধ্যে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২০ কোটি টাকা। এদিকে রানার্স আপ টিমকে দেওয়া হবে ১৩ কোটি টাকা। এর পাশাপাশি লীগের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টসরাও পাবেন আর্থিক পুরস্কার। মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি টাকা এবং লখনৌ সুপার জায়ান্টসরা পাবে ৬.৫ কোটি টাকা।

এর পাশাপাশি এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান এবং সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলার ১৫ লক্ষ টাকা করে পাবেন। উদীয়মান খেলোয়াড় হিসাবে যাকে বেছে নেওয়া হবে তিনি পাবেন ২০ লক্ষ টাকা। সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসাবে যিনি বিবেচিত হবেন তিনি পাবেন ১২ লক্ষ টাকা। গেম চেঞ্জার অফ দ্য সিজন পাবেন ১২ লক্ষ টাকা। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজনও পাবেন ১২ লক্ষ টাকা।