AC Cleaning Hacks: সার্ভিসিংয়ের পিছনে কেন খরচ করবেন এত এত টাকা! এইভাবে নিজেই করে ফেলুন সার্ভিসিং

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know these AC Cleaning Hacks without spending money on servicing: তীব্র গরমের দাপটে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই ভয়াবহ গরম থেকে বাঁচতে একমাত্র ভরসা হলো এসি, এসি ছাড়া আপনি একমুহূর্ত থাকতে পারবেন না৷ কিন্তু শীতকালে এয়ার কন্ডিশনার বন্ধ থাকার জন্য এতে বেশ ধুলো-ময়লা জমে যায়৷ এই কারণে সার্ভিসিং করা অত্যন্ত প্রয়োজনীয়, আর আপনি যদি সার্ভিসিং ছাড়া এসি চালান তাহলে ঘর ঠান্ডা হবে না এবং আপনার ঘরে প্রচুর ধুলোময়লা ছড়িয়ে পড়বে। সার্ভিসিং করা ব্যয়বহুল বলে অনেকেই তা করতে চান না কিন্তু আজকের প্রতিবেদনে এর (AC Cleaning Hacks) সহজ উপায় আপনারা জানতে পারবেন।

Advertisements

কোনদিনও এই ভুলটা বাড়িতে করবেন না অর্থাৎ সার্ভিসিং ছাড়া এয়ার কন্ডিশনার চালাবেন না এতে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। কিন্তু সার্ভিসিং করার খরচাও অনেকটাই বেশি তাই অনেকেই এই কাজটি করতে চান না৷ এসি সার্ভিসিং না করিয়েই বেশ কিছুদিন যদি তা ব্যবহার করেন এতে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ইলেকট্রিক বিল অনেক বেশি আসবে। গরম পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি এসির সার্ভিসিং করিয়ে নেবেন। একেবারে বিনা খরচে সহজে বাড়িতেই করতে পারবেন এই কাজটি (AC Cleaning Hacks)।

Advertisements

আজকের প্রতিবেদনে আপনি জানতে পারবেন এসি পরিষ্কার ওর আর কিছু সহজ টিপস (AC Cleaning Hacks) তাই আর চিন্তা করতে হবে না এই বিষয় নিয়ে। এক টাকা খরচ না করে এবং কোনও টেকনিশিয়ান না ডেকে আপনি নিজেই বাড়িতে এসি পরিষ্কার করতে পারবেন। এসি পরিষ্কার করার সময় আপনাকে প্রথমে সুইচ বোর্ড থেকে প্লাগটি সরিয়ে ফেলতে হবে। কারণ এর থেকে দুর্ঘটনা ঘটতে পারে। আপনি ভুল করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যেতে পারেন। এসি পরিষ্কার করলে বিদ্যুৎ বিলও কমে যাবে এবং আপনার ঘরও ভালভাবে ঠাণ্ডা হবে।

Advertisements

আপনার বাড়িতে যে ধরনেরই এসি থাকো তা স্প্লিট এসি বা উইন্ডো এসি ভেতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি (AC Cleaning Hacks)। এসির বাহ্যিক ইউনিটটি সঠিকভাবে পরিষ্কার করুন, কারণ এটি কয়েক মাস ঢেকে রেখে দিলে তাতে প্রচুর ধুলাবালি ও ময়লা জমে। এর ফলে এসির শীতল হওয়ার ক্ষমতা অনেকটাই কমে যায়। প্রথমে এটি একটি শুকনো এবং নরম কাপড় দিয়ে চারপাশে মুছুন। এর জন্য নরম ব্রাশও ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন ? Latest Air Cooler: এসির দামের তিন ভাগের এক ভাগ! দেওয়ালে এসির মতোই লাগানো যায় এই কুলার

তবে কখনোই এসির ফিল্টার পরিষ্কার করতে ভুলবেন না। এই জায়গায় কিন্তু সব থেকে বেশি ধুলো ময়লা জমে। আপনি যখনই অনেকদিন বাদে এসি চালু করবেন নোংরা ফিল্টারের মাধ্যমে বাতাস ধুলোয় পূর্ণ হয়ে বেরিয়ে আসবে। ফিলটার যদি বেশি নোংরা হয়ে থাকে তাহলে এসে কখনোই ঠান্ডা হাওয়া দিতে পারবেনা। এই অবস্থায়, প্রতি সপ্তাহে বা ১৫ দিন পরপর আপনি নিজেই ফিল্টারটি খুলে জল দিয়ে ধুয়ে ফেলুন (AC Cleaning Hacks)।

একটু খেয়াল করে দেখবেন অনেক সময় এসির বাইরের বডিতে দাগ লেগে থাকে, আপনি সেটা ততক্ষণাত সাবান লাগিয়ে বা ভেজা কাপড়ে সার্ফ করে পরিষ্কার করতে পারেন। খেয়াল রাখবেন এই গরমে কোন তার পুড়ে যাচ্ছে কিনা কারণ, এতে শর্ট সার্কিট সর্ট সার্কিট হয়ে সমস্যা দেখা দিতে পারে। পরিষ্কার করার পরে, এসি চালু করুন। যদি দেখেন সার্ভিসিং করার পরও আপনার এসি ঠিকঠাক ঠান্ডা হওয়া দিতে পারছে না তাহলে গ্যাসের প্রয়োজন। তখন টেকনিশিয়ান ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Advertisements