আপনার Aadhaar-এর অন্য কেউ অপব্যবহার করছে না তো, রইলো যাচাই পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে আধার কার্ড যেমন ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে, ঠিক তেমনি আবার এই আধার কার্ডের অপব্যবহারের ঘটনাও সামনে আসছে। মূলত বেশকিছু অসৎ ব্যক্তি অন্যের আধার ডেটা চুরি করে তা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছে।

এই সকল অপরাধমূলক কাজের তালিকা যেমন রয়েছে সিম কার্ড তুলে নেওয়া, সরকারি বিভিন্ন প্রকল্পে আসল মালিকের অজান্তেই আবেদন করে সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়া ইত্যাদি। তবে এই সকল ঘটনায় অপরাধমূলক কাজের ক্ষেত্রে যে কোন সময় যার আধার তিনি ফেঁসে যেতে পারেন। আর একবার ফাঁসলে তিনি যে এই কাজ করেননি তা প্রমাণ করতে পায়ের চটি ক্ষয় হয়ে যাবে।

এমত অবস্থায় জরুরী ভিত্তিতে জেনে নেওয়া উচিত আপনার আধার কার্ডের কোথাও অপব্যবহার হয়নি তো? এই তথ্য জানার জন্য আপনার কাছে আপনার স্মার্টফোন এবং ইন্টারনেট থাকলেই হবে।

আপনার অজান্তেই আধারের কোথাও অপব্যবহার হচ্ছে কিনা তা জানার জন্য ব্যবহারকারীদের যেতে হবে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটের https://resident.uidai.gov.in/aadhaar-auth-history লিঙ্কে। সেখানে দিতে হবে আপনার ১২ ডিজিটের আধার নম্বর। এরপর ওয়েবসাইটে থাকা ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দিয়ে ‘Send OTP’ অপশন বেছে নিতে হবে।

এই অপশন বেছে নেওয়ার পরেই আপনার আধার নম্বরের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। যেটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে এবং সাবমিট করে দিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই একটি নতুন পেজ খুলে যাবে ব্যবহারকারীদের সামনে।

যেখানে থাকবে ড্রপ ডাউন মেনু। সেখান থেকে ‘All’ অপশন বেছে নিন। এরপর পেজের থাকা ডেট রেঞ্জ বেছে নিতে হবে। সর্বোচ্চ ছয় মাসের আধার ব্যবহার আপনি দেখতে পাবেন। সেই রকম ভাবে ডেট বেছে নেওয়ার পর সাবমিট করলেই আপনি দেখতে পাবেন কোন কোন ক্ষেত্রে আপনার আধার নম্বর ব্যবহার করা হয়েছে।