‘লন্ডনে কী আর আছে! তার থেকেও ভালো বানিয়েছি কলকাতাকে’, মুখ্যমন্ত্রী মমতা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল তৃণমূলকে সরকারে আসার আগে এবং পরে বিভিন্ন সময় কলকাতাকে (Kolkata) লন্ডন (London) বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে কলকাতা কতটা লন্ডন হতে পেরেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে সব মহলের মধ্যেই। সেই প্রশ্ন বা কৌতুহল থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কিন্তু নিজের কাজের দরাজ প্রশংসা করলেন। তার কথায়, ‘লন্ডনে আর কি আছে তার থেকেও বেশি কলকাতায় করে দিয়েছি।’

নিজের কাজের ভূয়সী প্রশংসা নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন বৃহস্পতিবার। বুধবার থেকে রেড রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুদিনের জন্য ধরনা শুরু হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে এই ধরনা শেষ হয় বৃহস্পতিবার। ধরনা শেষ হওয়ার শেষ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখার সময় কলকাতা-লন্ডনের প্রসঙ্গ টেনে আনেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে সাজানোর বিষয়ে ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বলেন, “আমরা কলকাতাকে লন্ডন বানাবো বলেছিলাম। তার থেকেও ভালো করে দিয়েছি। লন্ডনে একটা হাইভ পার্ক আছে। কয়েকটা হাঁস চড়ে বেরায়। কয়েকটা চিপসের দোকান আছে। আর কিছু নেই। আর আমাদের ইকো টুরিজম পার্ক গিয়ে দেখে আসুন, সেখানে কত সৃষ্টি আছে।”

এর পাশাপাশি তিনি কলকাতার সৌন্দার্যনের বিষয়ে জানান, তিনি যখন রাস্তা দিয়ে যাতায়াত করেন তখন সব খেয়াল রাখেন। কোথায় রাস্তা খারাপ, কোথায় নোংরা জমে রয়েছে, কোন এলাকা নোংরা লাগছে, কোন অংশ ভাঙ্গা রয়েছে সব। তিনি বলেন, “আজ কলকাতা এমনি এমনি এভাবে কলকাতা হয়নি। যাঁরা বাইরে থেকে আসেন, সবাই বলেন কলকাতাকে আর চেনা যায় না।”

নতুন কলকাতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতায় কেবলমাত্র ইকো ট্যুরিজম পার্ক রয়েছে এমন নয়। এর পাশাপাশি এখানে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। এছাড়াও গঙ্গা তীরবর্তী এলাকাকে সাজানো হয়েছে এবং লন্ডনের আদলে ক্লক টাওয়ার বসানো হয়েছে বেশ কিছু জায়গায়। তবে আগেও বার বার কলকাতাকে লন্ডন করা নিয়ে বিরোধীদের খোঁচা হজম করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। আর সেই খোঁচা আগামী দিনেও বজায় থাকবে এমনটাই মনে করা হচ্ছে। কেননা বিরোধীদের দাবি, ‘একটু বৃষ্টি হতে দিন আর বৃষ্টি হলেই কলকাতার হার কঙ্কাল সামনে আসবে।’