৩০ বছরের মধ্যে সমুদ্রে বিলীন হতে পারে কলকাতা, মুম্বাইয়ের মত ভারতের সমুদ্র তীরবর্তী এলাকা

নিজস্ব প্রতিবেদন : দিনের পর দিন পৃথিবী জুড়ে বাড়ছে উষ্ণায়ন। বদলে যাচ্ছে পৃথিবীর জলবায়ু। আর এই জলবায়ু পরিবর্তনের জেরে বাড়ছে সমুদ্রের জলস্তর। সমুদ্রের জলস্তর বেড়ে বাড়ছে বিপত্তি, ২০৫০ সালের মধ্যে মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা কলকাতা, মুম্বাইয়ের মত ভারতের সমুদ্র তীরবর্তী এলাকা।

সম্প্রতি নিউজার্সির ক্লাইমেট সেন্টারের গবেষণায় প্রকাশিত রিপোর্টের দাবি অনুযায়ী, সমুদ্রের জলস্তর বাড়ায় আগামী ৩০ বছর অর্থাৎ ২০৫০ সালের মধ্যে সমুদ্রের জলে ডুবে যেতে পারে ভারতের সমুদ্রতটের নিকটে থাকা এলাকাগুলি। যে সকল এলাকার মধ্যে রয়েছে কলকাতা ও মুম্বাইয়ের মত বড় বড় শহর। যার ফলে গৃহহীন হতে পারে ১৫ কোটি মানুষ।

একইরকম দাবি করা হয়েছে নিউইয়র্ক টাইমসের তরফ থেকেও। এছাড়াও যে সমস্ত জায়গাগুলি জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে তাদের মধ্যে রয়েছে মেদিনীপুরের একাংশ ও হাওড়াও। জলের তলায় চলে যেতে পারে দক্ষিণ মুম্বাই ও শহরতলী।

এছাড়াও রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট বলছে, পৃথিবীজুড়ে উষ্ণায়নের ফলে সমুদ্রের জল স্তর বাড়ছে। আর এইভাবে যদি সমুদ্রের জলস্তর মাত্র ৫০ সেন্টিমিটার বেড়ে যায় তাহলে শুধু কলকাতা, মুম্বাই নয়, বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ শহর চলে যেতে পারে জলের তলায়।