নারী সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ, নতুন বাহিনী পথে নামালো কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিবেদন : বিগত দিনে সংবাদমাধ্যমে উঠে এসেছে একাধিক মহিলাদের নিয়ে খারাপ খবর। যার ফলে আতঙ্কিত মহিলারা। আর এর মাঝেই রয়েছে ইফটিজারদের বাড়বাড়ন্ত। এইসব ইফটিজার আর রোডসাইডরোমিও ধরতে শুক্রবার রাতে শহরময় অভিযান চালালো লালবাজারের গোয়েন্দা সহ কলকাতা পুলিশের উইনার্স বাহিনী।

একদিনের এই অভিযানে ১৪ জন ইভটিজার-সহ ৭১ জনকে আটক করা হয়েছে। তার সাথেই আটক করা হয়েছে ৫১টি মোটরবাইক। মহিলাদের নিরাপত্তার প্রশ্নে পুলিশের এই অভিনব পদক্ষেপে খুশি স্বাগত কলকাতাবাসী।

বছর দুয়েক আগে মহিলাদের নিরাপত্তায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নির্দেশে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তারপর পুলিশ ট্রেনিং স্কুল মহিলা পুলিশকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই বাহিনী ২০১৮ সালে ‘দ্য উইনার্স’ নামে রাজপথে নামে।

নিত্যদিন কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের হেল্পলাইন নম্বর ১০০ নম্বরে কল করেন মহিলারা। অনেক সময় তো বড় কোনো বিপদের আশঙ্কায় কল করা হয় পুলিশদের। এমন পরিস্থিতিতে কলকাতার নারীদের সুরক্ষার প্রশ্নে শুক্রবার রাতে এইসব ইফটিজারদের শাস্তি দিতে অভিযান চালান কলকাতা পুলিশের বিশেষ মহিলা সেই টিম ‘উইনার্স’ এবং লালবাজারের অ্যান্টি রাউডি সেকশনের আধিকারিকরা।

এইদিন পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটের মতো শহরের বিশেষ এলাকাগুলিতে স্কুটি করে নজরদারি চালান উইনার্সরা। পার্ক সার্কাস, বেনিয়াপুকুরের মতো এলাকাতেও চালানো হয়েছে নজরদারি। নেতাজিনগর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিংয়ের মাধ্যমে মদ্যপ বাইকর্স এবং ইফটিজারদের আটক করেছে পুলিশ। ফলে ১৪ জন ইফটিজার সহ ৭১ জন গ্রেফতার হয়।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মহিলাদের নিরাপত্তা দিতে বারবার এরকম অভিযান চালাবে কলকাতা পুলিশ।