ফুড়ুৎ করে পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে মালদা, চালু হচ্ছে বিমান পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা। তবে এর পাশাপাশি বাস এবং অন্যান্য যানবাহন পরিষেবাও যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে গণপরিবহনের মধ্যে বিমান পরিষেবা (Flight Service) এমন একটি পরিষেবা যাতে করে মুহূর্তের মধ্যে পৌঁছে যাওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গায়।

বিমান পরিষেবার মাধ্যমে ফুড়ুৎ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুবিধা থাকলেও তো আর সব জায়গায় যাওয়া যায় না। কারণ সব জায়গায় বিমান পরিষেবা নেই আর বিমান পরিষেবার ক্ষেত্রে যাত্রীদের অন্যান্য গণপরিবহনের তুলনায় অনেক বেশি খরচ করতে হয়। তবে এসবের মধ্যেই রাজ্যে নতুন এক জেলায় বিমান পরিষেবা চালু হওয়ার মতো সুখবর মিললো।

চলতি বছরের শুরুতেই কোচবিহার বিমানবন্দর থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু করে। একটি বিমান কোচবিহার বিমানবন্দর (Kolkata Airport) থেকে কলকাতা, উড়িষ্যা যাতায়াত করছে। এরই মধ্যে উত্তরবঙ্গের মালদা (Malda Airport) থেকেও শুরু হবে বিমান পরিষেবা। খুব তাড়াতাড়ি এই বিমান পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

মালদা বিমানবন্দর থেকে কলকাতা একটি ফ্লাইট ওড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে একটি সংস্থা। সেই সংস্থার কর্মকর্তারা ইতিমধ্যেই মালদা বিমানবন্দর পরিদর্শন করে যান বলে জানা গিয়েছে। তারা মালদা বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি, সামগ্রিক অবস্থা, পরিকাঠামো সবকিছু খতিয়ে দেখেন। আর এই নিয়েই মালদা কলকাতা বিমান পরিষেবার জল্পনা শুরু হয়েছে।

যে সংস্থা এমন বিমান পরিষেবা চালু করার জন্য আগ্রহ প্রকাশ করেছে ওই সংস্থার তরফ থেকে একটি ছোট্ট ৯ আসনের ফ্লাইট ওড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে খবর। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে রাজ্য পরিবহন দপ্তর এবং অসামরিক বিমান পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকের পর।

অন্যদিকে জানা যাচ্ছে, এই ধরনের বিমান পরিষেবা চালু হলে মালদা থেকে কলকাতা অথবা কলকাতা থেকে মালদা ভাড়া হবে তিন থেকে চার হাজার টাকা। আর কলকাতা থেকে মালদা অথবা মালদা থেকে কলকাতা যাতায়াতের জন্য সময় লাগবে মাত্র ১ ঘন্টা। যদিও মালদা বিমানবন্দরে রানওয়ে সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে।