পাহাড় ঘুরতে যাওয়ার বিরাট সুযোগ, নতুন আরও একটি ট্রেন দিল ভারতীয় রেল

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। উৎসবের এই মরশুমে দেশের সবচেয়ে বড় উৎসব রয়েছে বাংলায় দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে যেমন প্রতিটি মানুষ আনন্দে মেতে ওঠেন ঠিক তেমনি আবার দীর্ঘ ছুটিছটার কারণে অনেকে বেরিয়ে পড়েন বাইরে সময় কাটানোর জন্য। এদের মধ্যে আবার অধিকাংশ মানুষের চাহিদা রয়েছে পাহাড় ঘোরার।

আবার এই ভ্রমণের ক্ষেত্রে অধিকাংশ মানুষকেই দেখা যায় ট্রেনের উপর নির্ভর হতে। তুলনামূলক কম খরচ এবং আরামদায়ক যাত্রার কারণেই অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে যখন পূজোর ছুটিতে পাহাড় যাওয়ার দিকে তাগিদ বাড়ছে সেই সময় ট্রেনের টিকিটে আকাল ধরাটাই স্বাভাবিক। ট্রেনের টিকিটের এই বিপুল চাহিদার দিকে মাথায় রেখে ভারতীয় রেল নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আরও একটি ট্রেনের বন্দোবস্ত করল।

পূর্ব রেলের তরফ থেকে চালু করা হয়েছে শিলচর থেকে কলকাতা একটি উৎসব স্পেশাল ট্রেন। আপ ও ডাউন লাইনে কলকাতা থেকে শিলচর যাতায়াত করবে এই ট্রেনটি। এই ট্রেনটি তার যাত্রাপথে নিউ জলপাইগুড়ি স্টেশনে স্টপেজ দেবে। ফলে যারা পাহাড় বেড়াতে যেতে চান তারা কলকাতা স্টেশন থেকে উঠে নিউ জলপাইগুড়িতে নামতে পারবেন এই ট্রেনে চড়ে।

কলকাতা থেকে শিলচর উৎসব স্পেশাল এই ট্রেনটি তার যাত্রা শুরু করবে আগামী ২৯ সেপ্টেম্বর এবং পরিষেবা দেবে ৪ নভেম্বর পর্যন্ত। ০৫৬৩৯ শিলচর থেকে কলকাতা ট্রেনটি ভোর ৬টা নাগাদ শিলচর স্টেশন থেকে ছাড়বে এবং কলকাতা স্টেশনে পৌঁছবে পরদিন দুপুর ১ টা নাগাদ। ০৫৬৪০ কলকাতা থেকে শিলচর ট্রেনটি ছাড়বে দুপুর ৩ টের সময় এবং ট্রেনটি শিলচর পৌঁছাবে পরদিন রাত সাড়ে ১২ টায়।

যাত্রাপথে এই ট্রেনটি থামবে লামডিং, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ব্যান্ডেল জংশন হয়ে ট্রেনটি পৌঁছবে কলকাতা স্টেশনে। যাত্রপথে পড়বে বদরপুর, নিউ হারাঙ্গাজাও, নিউ হাফলং, মাইবাং, লঙ্কা, হোজাই, কামাখ্যা, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝার, গোসাইগাঁও হাট, নিউ কোচবিহার, আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, কাটোয়া জংশন ও নৈহাটি জংশন স্টেশনে।