ভারত সেবাশ্রম সংঘের সাড়ে ৪ বিঘা জমি কিভাবে? গেল অনুব্রতর মেয়ের সংস্থায়, জানালেন মহারাজ

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করছে তার মেয়ে সুকন্যা মন্ডলের নামে থাকা সংস্থা এবং সেই সকল সংস্থায় কোটি কোটি টাকার জমি জমা, সম্পত্তি। এরই মধ্যে বোলপুরের ভারত সেবাশ্রম সংঘের একটি জমি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক এবং এই জমির হস্তান্তর এখন রয়েছে সিবিআইয়ের র‍্যাডারে।

ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের সংস্থাকে যে সাড়ে চার বিঘা জমি বিক্রি করা হয়েছিল তার দাম নিয়ে উঠছে প্রশ্ন।

ভারত সেবাশ্রম সংঘের এই জমি হস্তান্তর নিয়ে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা একাধিকবার সেখানে গিয়েছেন এবং ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ভারত সেবাশ্রম সংঘের এই জমিটি ছিল সুরুলে। এই জমিটি ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষকে বাবা মায়ের স্মৃতিতে একটি প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান বানানোর জন্য দান করেছিলেন একজন অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার সুচিন্ত কুমার।

এই জমি ২০২১ সালে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের সংস্থাকে বিক্রি করা হয়। সাড়ে চার বিঘা জমি বিক্রি করা হয় মাত্র ১ কোটি ৬০ লক্ষ টাকায়। এই জমির টাকা সুকন্যা মন্ডলের সংস্থার তরফ থেকে ১৫ কিস্তিতে মেটানো হয় বলে জানা যাচ্ছে।

বিপুল পরিমাণ এই জমি কম টাকায় বিক্রি করা নিয়ে নানা প্রশ্ন উঠলেও ভারত সেবাশ্রম সংঘের মহারাজ শান্তি মহারাজ অবশ্য অনুব্রত মণ্ডলের কোনরকম কারসাজি রয়েছে কিনা তা নিয়ে মুখ খোলেন নি। তবে তিনি জানিয়েছেন কীভাবে এই জমি বিক্রি করা হয়েছিল।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমাদের এই জমি ভারত সেবাশ্রম সংঘের সভাপতির নামে ছিল। যে জমিটি নিয়ম মেনে বিক্রি করা হয়েছে। আমি অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘ রেজুলেশন পাশ করে সেই জমি বিক্রি করেছি।” তবে এর পাশাপাশি তিনি জানান, এর থেকে আর কিছু তিনি বলতে পারবেন না। এই জমি বিক্রি করার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের কোন কারসাজি রয়েছে কিনা অথবা কোনরকম প্রভাব বিস্তার রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।