ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করার নতুন নিয়ম, চালু হচ্ছে জানুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদন : ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করার ক্ষেত্রে নতুন নিয়মের কথা জানানো হলো দূর সংযোগ বিভাগের তরফ থেকে। এই নতুন নিয়ম চালু হবে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে। দূর সংযোগ বিভাগের তরফ থেকে প্রতিটি টেলিকম সংস্থাকে নতুন এই নিয়ম কার্যকর করার বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে।

দূর সংযোগ বিভাগের ঘোষণা অনুযায়ী, আগামী ১লা জানুয়ারি থেকে ল্যান্ডলাইন ব্যবহারকারীদের মোবাইল নম্বরে ফোন করার সময় মোবাইল নম্বরের আগে শূন্য (০) যোগ করতে হবে। আর তা না করলে ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে না।

দূর সংযোগ বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি ল্যান্ডলাইন ব্যবহারকারীদের এই পরিবর্তনের বিষয়ে শীঘ্রই জানানো হবে। পাশাপাশি এই পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কেও উপযুক্ত ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হবে।

অর্থাৎ আগামী বছর ১লা জানুয়ারি থেকে ল্যান্ডলাইন ব্যবহারকারীদের এসটিডি কল করার সময় যেমন নম্বরের আগে শূন্য (০) বসাতে হত ঠিক তেমনই শূন্য (০) বসাতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য কোন মোবাইল নম্বর পরিবর্তন হবে না। অতিরিক্ত ২৫৪৪ মিলিয়ন নম্বর তৈরি করতেই মূলত এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এর আগে মে মাসে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) রেললাইন থেকে মোবাইল নম্বরে ফোন করার সময় মোবাইল নম্বরের আগে শূন্য (০) ব্যবহার করার পরামর্শ দেয়। তবে সেক্ষেত্রে ১০ ডিজিটের মোবাইল নম্বর পরিবর্তন করে ১১ ডিজিট করার বিষয়ে সম্পূর্ণ শাড়ি পাওয়া যায় নি। যার পরেই আপাতত মোবাইল নম্বরের আগে শূন্য (০) বসিয়ে ১১ ডিলিট করার প্রস্তাব এসেছে।