নকল করে ফেমাস রাণুকে লতাজির পরামর্শ নিজের স্টাইলে গান গাও

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় এখন সব থেকে চর্চিত রানু মন্ডল ফেমাস হয়েছিলেন লতা মঙ্গেশকরের ‘এক প্যার কা নাগমা হে’ গানটি গেয়ে। রানাঘাটের রেলস্টেশন থেকে এখন তিনি পৌঁছে গেছেন বলিউডে। জানা গিয়েছে ইতিমধ্যেই তিনি ছটি গান রেকর্ডও করে ফেলেছেন, যার মধ্যে রয়েছে বেশিরভাগই হিমেশ রেশমিয়ার প্রযোজনায়। কিন্তু যার গান করে তিনি ফেমাস সেই লতা মঙ্গেশকর কি তার গাওয়া গান শুনেছেন? আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর জানিয়েছেন, “আমার নাম ও কাজের জন্য কারোর ভালো হলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।”

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তারপর এও মনে পড়িয়ে দেন, গান শেখার প্রথম দিন থেকেই ভারতের সবাই লতা মঙ্গেশকর হতে চায়। তাঁর মতে, “নকল করে বেশিদিন সাফল্য ধরে রাখা যায় না। আমার, কিশোর দা, রফি সাব, মুকেশ ভাইয়া বা আশা ভোঁসলের গান গেয়ে স্বল্পসময়ের জন্য অনেকেই নজির গড়েছেন কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না।”

লতা মঙ্গেশকর এও বলেন, “বিভিন্ন রিয়েলিটি শোতে সুন্দর গান করেও তাৎক্ষণিক সাফল্যের পর কজন নিজেদের টিকিয়ে রাখতে পেরেছেন? আমিতো শুধু শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহানের কথা মনে রেখেছি।”

এরপরই তিনি নতুন শিল্পীদের জন্য পরামর্শ দেন, আমার এবং অন্যদের চির নবীন গানগুলি অবশ্যই গাইবেন, তবে নিজের মতো হও। একটার সময় এরপর নিজের গান এবং পরিচিতি প্রয়োজন। এই পরামর্শ হিসাবে তিনি তাঁর বোন আশা ভোঁসলের কথা তুলে ধরেছেন।

তিনি বলেছেন, “আশা নিজের মত গান না গাইলে চিরদিন আমার ছায়া হয়ে যেত। প্রতিভা থাকলে কোথায় যাওয়া যায় তাঁর অনন্য নজির আশা ভোঁসলে।”

রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় এত জনপ্রিয় হয়ে ওঠার আগে কাটিয়েছেন রানাঘাট স্টেশনে, নিত্যযাত্রীদের আবদারের গিয়েছেন নানান গান। তারপর আজ তিনি সেলিব্রিটি হয়ে ওঠে বলিউডে পা দেওয়া মাত্রই গেয়ে ফেলেছেন হিমেশ রেশমিয়ার সামনেই রিলিজ হতে চলা ছবিতে গান। সঠিকভাবে জানা নেই তিনি ইতিমধ্যে কতগুলি গান মুম্বাইয়ে গিয়ে রেকর্ড করেছেন, তবে হিমেশ রেশমিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইতিমধ্যেই তিনটি গানের টিজার প্রকাশ করে ফেলেছেন।