ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি, জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : খাতায়-কলমে বর্ষা শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রতিবারের মতো এবারও উল্টো ছবি। তীব্র দাবদাহে দিন কাটছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। পরিস্থিতি এমনই যে হাঁপিয়ে উঠেছেন বাসিন্দারা। তবে এমত অবস্থাতেই আশার আলো এটাই যে, বৃষ্টির দেখা খুব তাড়াতাড়ি মিলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার দাপট ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। সেখানকার তিন জেলার জন্য ইতিমধ্যেই লাল সর্তকতা জারি করা হয়েছে। অথচ সেই জায়গায় দক্ষিণবঙ্গের কপালে কেবলমাত্র বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। ভারী বৃষ্টির তেমন কোন পূর্বাভাস অথবা দেখা মেলে নি।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠিক উল্টো অবস্থা তৈরি হয়েছে। ৩০ জুন পর্যন্ত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যেহেতু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিলবে তাই আদ্রতা জনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ জুনের পর বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পশ্চিমের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এই সকল জেলাগুলি হল পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ইত্যাদি। অন্যদিকে ৩০ জুনের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও তাপমাত্রার ক্ষেত্রে খুব একটা পার্থক্য দেখা যাবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিপুল পরিমাণে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সেভাবে দেখা নামের কারণে ফসলের ক্ষেত্রেও বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা।