আগামী ২৪ ঘন্টায় রাজ্যের ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে আবহাওয়ার যে পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল তা হঠাৎ পরিবর্তন হয়। রাজ্যের বিভিন্ন জেলায় এদিন থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে। আর রাত থেকে শুরু অনেক জেলাতেই শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু এলাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা রয়েছে।

বুধবার সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কিছু কিছু অংশে। কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথা জানানো হয়েছে।

গত সপ্তাহে রাজ্যজুড়ে সেভাবে বৃষ্টির দেখা না মেলায় তাপমাত্রার পারদ কিভাবে বেড়েছিল, পাশাপাশি বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প থাকার কারণে যেভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি এই বৃষ্টির ফলে পরিবর্তন হয়েছে।