‘বাংলার পরিস্থিতি উদ্বেগজনক’, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন : গত রবিবার বিজেপির প্রাক্তণ সর্বভারতীয় সভাপতি তথা দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলার বিজেপি নেতারা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের যে দাবি করছেন তা অসঙ্গত নয়। ঠিক একইভাবে সোমবার জি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, বাংলার পরিস্থিতি উদ্বেগজনক।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি নিউজের মুখোমুখি হন। যেখানে তাঁর বক্তব্যে ফুটে ওঠে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। সাক্ষাৎকারে উঠে আসে বিহারের নির্বাচন প্রসঙ্গ, লাদাখ পরিস্থিতি, দেশের করোনা পরিস্থিতি, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ইত্যাদি। তবে এর সকলের মধ্যে উঠে আসা বাংলার পরিস্থিতি সবথেকে তাৎপর্যপূর্ণ। কারণ একুশের বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা প্রসঙ্গে একাধিক মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

জি নিউজ-এর চিফ এডিটর সুধীর চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরে জানান, “বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা তা নিয়ে এখানে মন্তব্য করতে চাই না। এ বিষয়ে বলার জায়গা এটা নয়। তবে বাংলার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে। যে সকল ঘটনা ঘটছে তাতে প্রশাসন ভেঙে পড়েছে তা স্পষ্ট।”

এর পাশাপাশি এদিনের এই সাক্ষাৎকারে অমিত শাহ রাজ্যের আমফান দুর্নীতি, আমফানে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলা নিয়েও সরব হন। করোনা মোকাবিলার নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সমস্ত দিক দিয়ে এই প্রশাসন ব্যর্থ। রাজ্যের মানুষ নাভিশ্বাস হয়ে উঠেছেন।

যদিও পর পর দুদিন দুটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অমিত শাহের বাংলা নিয়ে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃণমূল নেতাদের করা আক্রমণ করতে দেখা গিয়েছে অমিত শাহকে।